কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলে তখন পিন ড্রপ সাইলেন্স৷ মহাবিশ্বের ভবিষ্যৎ শীর্ষক বিষয়ে বক্তৃতা দিতে এসেছেন পুনের ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের অধিকর্তা সোমক রায়চৌধুরী৷ তিনি এই বিষয়ে বক্তব্য রাখার সময় বলেন, পৃথিবী যে গ্যালাক্সির অন্তর্গত, সেই মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথের সঙ্গে আগামী দিনে মিশে যাবে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি বা ছায়াপথ। মা-বাবার হাত ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতির্বিজ্ঞানী সোমক রায়চৌধুরীর বক্তৃতা শুনতে এসেছিলেন তৃতীয় শ্রেণির ছাত্রী সুকৃতী মণ্ডল। সোমকবাবুর বক্তব্য শোনার পর সুকৃতীর কপালে তখন চিন্তার ভাঁজ! যেই না প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে, মাইক্রোফোন হাতে সটান সোমকবাবুর উদ্দেশ্য খুদে দর্শকের প্রশ্ন, দু’টি ছায়াপথ মিশে গেলে পৃথিবীর কী হবে? খুদের প্রশ্ন শুনে হতবাক সোমকবাবু৷ মুহূর্তের মধ্যেই অবশ্য সোমকবাবু সহ গোটা প্রেক্ষাগৃহ ফেটে পড়ল করতালিতে।
আরও পড়ুন- পৃথিবীর গর্ভে লুকিয়ে সূর্যের ভাণ্ডার! আবিষ্কারে নয়া চমক
এদিন সোমকবাবুর আলোচনায় উঠে এসেছিল একাধিক বিষয়৷ জেমস জিনসের পুরনো তত্ত্ব থেকে রবি ঠাকুরের মহাকাশ জিজ্ঞাসা, আচার্য জগদীশচন্দ্র বসুর মাইক্রোওয়েভ নিয়ে গবেষণা৷ বক্তৃতার মাঝেই একটা অংশে তিনি বলেন, আজ থেকে প্রায় ৪৫০ কোটি বছর পর আকাশগঙ্গা ছায়াপথের সঙ্গে মিশে যাবে নিকটবর্তী অ্যান্ড্রোমেডা ছায়াপথ। তাঁর এই বক্তব্য শুনেই প্রশ্নটি করেছিল সুকৃতী।
জবাবে সোমকবাবু বলেন, সাধারণত দু’টি গ্যালাক্সি মিশে গেলে নক্ষত্র এবং গ্রহগুলি একে অপরের খুব কাছে চলে আসে। তবে তাদের মধ্যে সংঘর্ষ হয় না। এক্ষেত্রেও সম্ভবত হবে না। তবে বাস্তবে এমনটা ঘটলে শেষপর্যন্ত কী হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। খুদে শ্রোতাকে অবশ্য আশ্বস্ত করে তিনি বলেন, এই ঘটনা এত পরে ঘটবে যে আমরা এবং আমাদের প্রিয়জনরা কেউই তখন এই পৃথিবীতে থাকব না। এটা শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সুকৃতী৷
তবে, সোমকবাবু এও বলেছেন যে, মহাকাশের ভবিষ্যৎ কী, তা কোনও বিজ্ঞানীর পক্ষেই বলা সম্ভব নয়৷ খানিক মজার সুরেই বলেন, এই উত্তর পেয়ে গেলে তাঁর তো আর চাকরিই থাকবে না। তবে আগামী দিনে গাণিতিক বিশ্লেষণ, উচ্চ প্রযুক্তিসম্পন্ন টেলিস্কোপ যা মাইক্রোওয়েভ, আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড, এক্স-রে বা গামা-রে ব্যবহার করে মহাকাশের গভীর রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>