অকল্পনীয় দুর্নীতি! প্রাথমিক টেট মামলায় CBI রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

অকল্পনীয় দুর্নীতি! প্রাথমিক টেট মামলায় CBI রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

8035f6303a82b421c096a4c1a56dfa0b

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে স্টেটাস রিপোর্ট ও ফরেন্সিক রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করেন সিবিআইয়ের আইনজীবী। সেই রিপোর্ট দেখে বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি বললেন, ‘অকল্পনীয় দুর্নীতি হয়েছে৷ যা  সাধারণ মানুষকে শিহরিত করবে।’

আরও পড়ুন- টেটের তদন্ত সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিল CBI, সমাধান মিলবে বলেই দাবি

বুধবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ২টি রিপোর্ট পেশ করে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্টেটাস রিপোর্টে বলা হয়েছে, সুনির্দিষ্ট পথেই এগোচ্ছে দুর্নীতি মামলার তদন্ত৷ কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, পরীক্ষা দেননি এমন বহু মানুষের চাকরি হয়েছে। শীঘ্রই এই মামলার তদন্ত শেষ হবে বলেও উল্লেখ করা হয়েছে। ওই রিপোর্ট খুলে পড়েন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, প্রাথমিক নিয়োগে দুর্নীতি কল্পনা করা যায় না৷ 

এদিন একই সঙ্গে আদালতে OMR শিটের ফরেন্সিক রিপোর্টও পেশ করা হয় সিবিআই-এর তরফে৷ দিল্লি CFSL এর সেই রিপোর্ট থেকে অবশ্য ওই কাগজ কবে তৈরি করা হয়েছে তার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। 

এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের ১০ আত্মীয়ের চাকরির নথি পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাকারীর আইনজীবী তা পরীক্ষা করে দেখবেন৷ ১৭ অক্টোবর প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে গিয়ে এই রিপোর্ট তাঁরা পরীক্ষা করবেন বলে নির্দেশ আদালতের নির্দেশ৷