টেট পরীক্ষায় হিন্দু মহিলাদের শাঁখা-পলা খুলতে বাধ্য করা হল, মুসলিমদেরও কী… বিস্ফোরক তথাগত

টেট পরীক্ষায় হিন্দু মহিলাদের শাঁখা-পলা খুলতে বাধ্য করা হল, মুসলিমদেরও কী… বিস্ফোরক তথাগত

কলকাতা: ছ’ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হল টেট৷ পরীক্ষা ঘিরে ছিল নজিরবিহীন কড়াকড়ি৷  কড়াকড়ির নামে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে পরীক্ষার্থীদেরও। দিনহাটার একটি টেট পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের শাঁখা-পলা খুলতে বাধ্য করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিভাবকরা আপত্তি জানালেও তা শোনা হয়নি৷ এই খবরে গোটা রাজ্যে সাড়া পড়ে যায়। এবার এ ঘটনায় মুখ খুললেন বিজেপি নেতা তথাগত রায়।

আরও পড়ুন- সরকার পরিবর্তনের কথা বলেননি! ডিসেম্বর বদলে নতুন ‘তারিখ’ দিলেন শুভেন্দু

 এদিন টুইট করে তিনি লেখেন, ‘‘টেট পরীক্ষায় প্রবেশের মুখে পশ্চিমবঙ্গে হিন্দু মহিলাদের হাত থেকে শাঁখা ও স্টিলের চুরি খুলতে বাধ্য করা হয়েছিল। এগুলি স্বামী জীবিত থাকার চিহ্ন। বাঙালি হিন্দু বিবাহিতা মহিলারা কখনও এগুলি খোলেন না।’’ তিনি আরও লেখেন, ‘‘মুসলিম মহিলারা প্রায় সকলেই নাক ফুটিয়ে ছোট্ট একটা জুয়েলারি পরেন। আমি জানতে খুব আগ্রহী মুসলিম মহিলাদেরও কি এই অলঙ্কার খুলতে বাধ্য করা হয়েছিল? ’’ বিস্ফোরক প্রশ্ন তাঁর৷ 

তথাগতর এই টুইটের পরেই ঝড় ওঠে নেটপাড়ায়। একজন ইউজার লিখেছেন, ‘রাজস্থানেও একবার সরকারি পরীক্ষাকেন্দ্রে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র খুলতে বাধ্য করা হয়েছিল।’ অপর একজন লিখেছেন, ‘আমি বিবাহিতা নই। কিন্তু আমাকেও চেন, আংটি, দুল, এমনকী পায়ের রিংও খুলতে বলা হয়েছিল।’ অপর এক প্রার্থী লিখেছেন, ‘‘অবাক হওয়ার কিছু নেই। এসএসসি, ব্যাঙ্ক, রেল সহ বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রবণতা দেখা যায়৷ সেই অভিজ্ঞতা আমাদের রয়েছে।’’