অনুব্রত কন্যার সম্পত্তির পরিমাণ কত? নথি সহ হিসেব জমা পড়ল CBI দফতরে

অনুব্রত কন্যার সম্পত্তির পরিমাণ কত? নথি সহ হিসেব জমা পড়ল CBI দফতরে

94d785274c6b5672e22883e98d3dd619

কলকাতা: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই সিবিআই নজরে তাঁর মেয়ে সুকন্যার সম্পত্তি৷ তদন্তে নেমে তাঁর একের পর এক সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ এবার অনুব্রত-কন্যার সম্পত্তির হিসেব জমা পড়ল সিবিআই দফতরে। সূত্রের খবর, বুধবার নিজাম প্যালেসে একটি মুখবন্ধ খামে নিজের সমস্ত সম্পত্তির হিসেব-নিকেষ জমা দিয়েছেন সুকন্যা৷ তাঁর নামে থাকা যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং গত ৫ বছরের আয়করের হিসেবও দাখিল করেছেন তিনি।

আরও পড়ুন- বোলপুরে বাড়ি করতে অনুব্রতকে ‘ভেট’? পুরসভার বিরুদ্ধে মামলা শুনবে না হাই কোর্ট, স্বস্তি কেষ্টর

গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে সুকন্যার নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পান কেন্দ্রীয় গোয়েন্দারা৷ যে সব ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাঙ্কগুলিতেও হানা দিয়েছিল সিবিআই৷ এবার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিলেন অনুব্রত-কন্যা। শুধু একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টই নয়, সুকন্যার নামে রয়েছে একাধিক রাইস মিলও। যার মধ্যে অন্যতম ভোলে ব্যোম৷ যার মালিকানার ভাগ রয়েছে অনুব্রতর প্রয়াত স্ত্রীর নামেও৷ তাঁর নামে থাকা মিলগুলির আয়–ব্যয়ের হিসেবও দিয়েছেন তিনি৷ পাশাপাশি একাধিক কোম্পানির ডিরেক্টর পর্যন্ত ছিলেন সুকন্যা।

দীর্ঘদিন ধরেই সিবিআই-এর আতস কাঁচে সুকন্যার সম্পত্তি৷ এর আগেও সম্পত্তি নিয়ে সুকন্যাকে প্রশ্ন করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ সেই সময় তিনি তার সদুত্তর দিতে পারেননি৷ হিসেব রক্ষক সবটা বলতে পারবেন বলে এড়িয়ে গিয়েছিলেন। এবার নথি দিয়ে যাবতীয় হিসেব দিয়ে দিলেন তিনি। 

এদিকে, সুকন্যার স্কুলের চাকরি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে৷ জানা যায়, পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছিলেন কেষ্ট-কন্যা৷ এদিকে, গরু পাচার মামলার তদন্তে নেমে মিলেছে সুকন্যার আয়ের সঙ্গে সঙ্গতিবীহিন সম্পত্তি৷ একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে কী ভাবে এত সম্পত্তির মালিক হলেন? সেটাই খুঁজে বার করতে মরিয়া সিবিআই৷