পিয়ংইয়ং: ফের শক্তির আস্ফালন৷ স্বমহিমায় কিম জং উন৷ আন্তর্জাতিকমহলের আশঙ্কা বাড়িয়ে পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লা বিশিষ্ট জোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল উত্তর কোরিয়া৷
আরও পড়ুন- প্রবল তাপপ্রবাহে উজার হবে বসতি! আতঙ্কের কথা শোনাল রাষ্ট্রপুঞ্জ
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ জানিয়েছে, পরমাণু হামলার ক্ষমতা যাচাই করতেই দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। সমুদ্রের উপর দিয়ে ২,০০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্র দু’টি।
সেপ্টেম্বর মাসেও বেশ কতগুলি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল কিম জনের দেশ৷ গত মাসের শেষ সপ্তাহ থেকেই উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চলেছে। যতবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়েছে ততবারই প্রেসিডেন্ট কিম নিজে সমস্ত তদারকি করেছেন৷ এবারও ব্যতিক্রম নয়। কিম নিজে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন৷
অক্টোবরের শুরুতেই জাপানের ভূখণ্ডের উপর দিয়ে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। উত্তর-পূর্ব জাপান অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছিল ওই ক্ষেপণাস্ত্রটি। এদিকে, উত্তর কোরিয়াকে ‘জবাব’ দিতে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং তাদের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। এর পর থেকেই কোরীয় দ্বীপে উত্তেজনার পারদ চড়ছে৷ আমেরিকার বিরুদ্ধে কোরীয় উপদ্বীপ অঞ্চলে অশান্তি সৃষ্টির অভিযোগ এনে পিয়ংইয়ং জানায়, তারা পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত।
ব্যালিস্টিক মিসাইল হল এমন এক ক্ষেপণাস্ত্র, যা সাধারণত রকেট-চালিত স্ব-নির্দেশিত কৌশলগত-অস্ত্র ব্যবস্থা৷ এটি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে উৎক্ষেপণ স্থল থেকে পূর্বনির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম৷ কোরীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, এদিন সফল ভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট কিম৷ গত কয়েকদিন ধরে তিনি নিজে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া পরিদর্শন করছেন৷ সোমবার এমনই একটি মিসাইল টেস্ট রেঞ্জে দাঁড়ানো অবস্থায় কিমের ছবি প্রকাশ করেছিল সেদেশের সরকারি সংবাদমাধ্যম।
কয়েকদিন আগে বাইডেন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছিলেন, “উত্তর কোরিয়া গোপনে পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে উত্তর কোরিয়ার অন্দরে আমাদের নজরদারি এখনও তেমন প্রবল নয়। তাই বিশদে সমস্ত তথ্য আমাদের হাতে আসেনি।” তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে চিনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস। বিশ্লেষকদের মতে, আজীবন প্রেসিডেন্ট পদে থাকতে পাকাপোক্ত ব্যবস্থা নিতে চলেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং৷ সেনা ও কমিউনিস্ট পার্টির উপর নিজের রাশ আরও মজবুত করতে চলেছেন তিনি। আর সেই ফাঁকে ফের পরমাণু বোমা পরীক্ষা করতে পারে পিয়ংইয়ং।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>