চেন্নাই: অনুমতি ছাড়া সরকারি ভবন বা সাধারণ মানুষের বাড়ির দেওয়ালে কোনও প্রার্থীর পোস্টার লাগানো যাবে না৷ তামিলনাড়ু পুর নির্বাচনের আগে উল্লেখযোগ্য রায় মাদ্রাস হাই কোর্টের৷ প্রধান বিচারপতি মুনিশ্বর নাথ ভান্ডারি এবং বিচারপতি ডি. ভরত চক্রবর্তীর বেঞ্চ আরও জানিয়েছে, যে সকল প্রার্থী তামিলনাড়ু ওপেন প্লেস (প্রিভেনশন অফ ডিসফিগারমেন্ট) আইন, ১৯৫৯ লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে৷
আরও পড়ুন- ঘর নিরাপদ নয়, সেখানে হিজাব পরুন! বিতর্ক বাড়ালেন প্রজ্ঞা
আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করাতে তামিলনাড়ু রাজ্য নির্বাচন কমিশন (টিএনএসইসি) এবং চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে এও বলা হয়েছে, যে সকল প্রার্থী আইনের বিধান এবং তামিলনাড়ু এসইসি-এর ৩০ নভেম্বর, ২০২১-এর জারি করা সার্কুলার লঙ্ঘন করবেন, তাদের অবশ্যই সরকারি/বেসরকারি সম্পত্তির দেয়ালগুলি পুনরায় রঙ করার খরচ বহন করতে হবে৷ যেখানে যেখানে বেআইনি পোস্টার লাগানো হবে, সেখানেই এই পদক্ষেপ করা হবে৷
এদিন আদালত এও বলে যে, ‘‘ শহরে লাগানো সিসিটিভি ক্যামেরায় কাউকে পোস্টার লাগাতে দেখা গেলে আইন অনুযায়ী তাঁর বিচার করা হবে। নির্দেশ অমান্য করার জন্য আদালত অবমাননার অভিযোগ আনা হবে৷ ওই ব্যক্তির যাবতীয় বিবরণ আদালতে পেশ করা হবে।”
উল্লেখ্য, পুর নির্বাচনে AIADMK প্রার্থী পি. অরুমুগাম একটি রিট পিটিশন দায়ের করেছিলেন৷ অভিযোগ, বিরোধী দলের প্রার্থী ইতিমধ্যেই লাগানো পোস্টারের উপর তাঁদের দলের পোস্টার লাগিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনার এবং সহকারী রিটার্নিং অফিসার যাতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে সেই আর্জি জানিয়েছিলেন আবেদনকারী। বিরোধী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ছবিও জমা দেন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>