কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফুল বদল জয়প্রকাশ মজুমদারের৷ মঙ্গলবার নজরুল মঞ্চে দলের সাংগঠনিক বৈঠকে ফিরহাদ হাকিমের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি৷ এ প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘দলে থাকার জন্য সবাই মিলে ওঁকে অনুরোধ করেছিলাম৷ অনেক ভাবে বুঝিয়েছি৷ দলের কথা না ভেবে যদি কেউ ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য দল ছেড়ে চলে যান, তাহলে সেটা হটকারী সিদ্ধান্ত৷’’
আরও পড়ুন- নাম কেটে দেব! নির্দলদের ‘লাস্ট ওয়ার্নিং’ দিয়ে দিলেন মমতা
লকেট আরও বলেন, ‘‘এর আগেও উনি দল বদল করেছেন৷ কংগ্রেস থেকে বিজেপি’তে এসেছিলেন৷ এখানে কাজ করেছেন৷ দলের এমন একটা সময় যাঁরা দল ছেড়ে চলে যায়, তাঁরা দলের অনুগত সৈনিক নন৷’’ যাঁরা দল ছাড়ার কথা ভাবছেন তাঁদের সঙ্গে কথা বলা উচিত বলেই মনে করেন লকেট৷ তিনি বলেন, ‘‘দলের অনেক নীচুতলার কর্মী রয়েছেন৷ তাঁদের সঙ্গেও কথা বলা উচিত৷ এই ধরনের হটকারী সিদ্ধান্তকে আমি স্বাগত জানাতে পারি না৷ তবে দলের কোনও ভাঙন এর জন্যে বাড়বে না৷ পুরনো লোকরা দলেই আছেন, দলেই থাকবে৷ অন্য দলে যাওয়ার কিছু নেই৷ যারা তৃণমূল থেকে এসেছিলেন, স্বার্থসিদ্ধি হয়নি বলে তাঁরা ফের তৃণমূলে ফিরে গিয়েছেন৷ যাঁরা ব্যক্তিগত কারণের জন্য আসবে, তাঁরাই যাবে৷ যাঁরা দলের কথা ভাববেন, তাঁরা থাকবেন৷’’
এদিকে, ফুলবদল করেই দলে পদ পেয়ে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি বলে ঘোষণা করেছেন। আর দল বদল সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক ময়দানের মেসি তাতে কোনও সন্দেহ নেই। তিনি যখন কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তখন তাদের ভোট ছিল ৪-৫ শতাংশ। তাই কেউ তাঁকে সুযোগ সন্ধানী বলতে পারবে না। আজ তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বাংলার অস্মিতাকে রক্ষা করার জন্য, বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নারী দিবসে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে জয়প্রকাশের বক্তব্য, বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনন্য এক নারী। তাই আজকের দিনে এই যোগদান গুরুত্বপূর্ণ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>