দোহা: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ হাতে আর মাত্র তিনদিন৷ আগামী ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জিন্টিনা এবং ফ্রান্স৷ ক্রোয়েশিয়াকে উড়িয়ে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা৷ বুধবার ২-০ গোলে মরক্কোকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে নেয় ফ্রান্স৷ ফ্রান্সের হয়ে গোল দুটি করেন থিও হার্নান্দেজ এবং রান্ডাল কোলো মুয়ানি৷ অলিভিয়ের জিরু এবং দারুন ফর্মে থাকা এমবাপেকে নিয়ে আশা থাকলেও, এদিন স্কোর বোর্ডে নাম তুলতে পারেননি তাঁরা৷ তবে এদিন একটি ঘটনায় এমবাপে মন ছুঁলেন আপামর দর্শকের৷
আরও পড়ুন- মেসি না এমবাপে, কার হাতে উঠবে বিশ্বকাপ? দেশের হয়ে শেষ ম্যাচে নিজেকে উজাড় করে দিতে তৈরি মেসি!
মরক্কোর বিরুদ্ধে তখন যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। সেই সময় ঘটল এক অপ্রীতিকর ঘটনা৷ ফ্রান্স দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ছুটলেন এক সমর্থকের কাছে। চাইলেন ক্ষমা৷ তাঁর এই সংবেদনশীল আচরণ মন জিতে নিল লাখো সমর্থকের। এর কিছু ক্ষণের মধ্যেই এমবাপেরা জিতে যায় সেমিফাইনালের ম্যাচ। পৌঁছে যান বিশ্বকাপের ফাইনালে।
বুধবার অনুশীলন করার সময় এমবাপের মারা বল উড়ে গিয়ে লাগে এক সমর্থকের মুখে। বলের আঘাতে যন্ত্রণায় কাতরাতে থাকেন ওই ব্যক্তি৷ দু’হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন৷ এই ঘটনা নজর এড়ায়নি ফ্রান্সের তারকা প্লেয়ারের৷ বিজ্ঞাপনের বোর্ড টপকে সোজা ওই সমর্থকের কাছে ছুটে যান তিনি৷ অনিচ্ছাকৃত এই আঘাতের জন্য তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন এমবাপে। পরে আবার ফিরে এসে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন৷ এমবাপের স্ট্রাইকিং ক্ষমতা যে কতখানি এদিন তা হাড়েহাড়ে টের পান ওই ভক্ত৷ তবে স্টেডিয়ামে উপস্থিত ফ্রান্সের সমর্থকরা এমবাপের ওই আচরণ দেখে হাততালিতে ফেটে পড়েন৷ দেখা যায়, এমবাপে ওই সমর্থকের হাত ধরে জানতে চান তিনি ঠিক আছেন কিনা৷ স্বয়ং এমবাপে তাঁর কাছে এসেছে বুঝতে পেরে তিনিও হাত দেখিয়ে বুঝিয়ে দেন ঠিক আছেন৷ ঘটনার মুহূর্ত সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে নেন চিত্রগ্রাহকরা।
A l’échauffement, @KMbappe à mis une frappe directement dans le visage d’un supporter français en tribune (on attrape pas toujours la lucarne).
Réaction pleine de classe 👍🏼🇫🇷 #FRAMAR @IF_Supporters pic.twitter.com/M7j20aSFNp— Guillaume Auprêtre (@GuillaumeApr) December 14, 2022
২০২২ কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫টি গোল করেছেন এমবাপে। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির পা থেকেও এসেছে পাঁচটি গোল৷ ফলে সোনার বুট জেতার লড়াইয়ে সামিল তিনিও। প্যারিসের ক্লাবের দুই সতীর্থের মধ্যে চলছে গোল্ডেন বুট দখলের হাড্ডাহাড্ডি লড়াই৷
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ৪টি গোল করেছিলেন এমবাপে৷ ফলে দুই বিশ্বকাপ মিলিয়ে তাঁর গোলের সংখ্যা ৯। বুধবার উৎসাহ দেওয়ার জন্য ফ্রন্সের প্রচুর সমর্থক মাঠে জমা হয়েছিলেন। তবে মরক্কোর সমর্থকের সংখ্যা ছিল তুলনায় বেশি৷ তবে ম্যাচের শেষে একরাশ হতাশা নিয়েই ফিরতে হয় তাঁদের৷ তবে বিশ্বকাপে আফ্রিকার দেশের লড়াই মন জিতে নিয়েছে ফুটবল বিশ্বের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>