কলকাতা পুরভোট মামলায় এবার জাতীয় নির্বাচন কমিশনকে যুক্ত করার নির্দেশ দিল হাই কোর্ট

কলকাতা পুরভোট মামলায় এবার জাতীয় নির্বাচন কমিশনকে যুক্ত করার নির্দেশ দিল হাই কোর্ট

কলকাতা:  রাজ্য পুরসভা নির্বাচন সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। কলকাতা পুরভোটে ব্যাপক সন্ত্রাস ও অশান্তির অভিযোগে মামলা হয়েছে উচ্চ আদালতে৷ এই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন অবস্থায় রয়েছে। সোমবার মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে সংযুক্ত করার নির্দেশ দেন।

আরও পড়ুন- মাঝ আকাশে সেদিন ঠিক কী হয়েছিল? বিধানসভায় জানালেন মমতা

কলকাতা পুরসভার নির্বাচনে ব্যবহৃত সিসিটিভি ও সমস্ত রেজিস্টার সংরক্ষিত রয়েছে। আইনজীবী মহলের মতে ভোটের দিনে সমস্ত সিসিটিভি ও রেজিস্টার জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে পরীক্ষা করানোর কথা চিন্তা ভাবনা করছে আদালত। যে কারণে মামলায় জাতীয় নির্বাচন কমিশনকে সংযোজনের নির্দেশ। ১১ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ কলকাতা সহ বাকি চার পুরনিগম ও ১০৮টি পুরসভার ভোটের অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিয়ে যাবতীয় মামলার শুনানি হবে ওই দিন৷ 

পুরসভা ভোটে দেদার ছাপ্পা, বুথ দখল,  বিশৃঙ্খলা ও ভোট লুঠের অভিযোগে সিবিআই তদন্ত বা জাতীয় নির্বাচন কমিশনকে নিয়োগ করার আবেদন জানিয়েছিল বিজেপি৷ সেই সূত্রেই অন্যান্য পুরসভা ভোটের সঙ্গে কলকাতার ভোটেও অনিয়ম হয়েছে কি না তা জানতে জাতীয় নির্বাচন কমিশনকে মামলায় যুক্ত করার নির্দেশ দিল আদালত।