কলকাতা: গ্রুপডি এবং গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় ফের স্কুল সার্ভিস কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট৷
আরও পড়ুন- সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে ডিভিশন বঞ্চে SSC গ্রুপ সি মামলা, আগামীকাল শুনানি
অভিযোগ, নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর গ্রূপ ডি-তে ৯০ জন এবং গ্রুপ সি-তে ৫০ জন প্রার্থী নিয়োগ করা হয়েছে৷ যাঁদের মেধা তালিকায় নাম ছিল তাঁদের বাদ দিয়ে এই নিয়োগ হয়েছে৷ মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও বহালতবিয়তে তাঁরা চাকরি করছেন এবং বেতন নিচ্ছেন৷ উল্লেখ্য, গ্রুপ ডি’র মেয়াদ শেষ হয়ে যায় ৪ মে ২০১৯ সালে। আর গ্রুপ সি মেয়াদ শেষ হয়ে গিয়েছে ১৮ মে ২০১৯ সালে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
উল্লেখ্য, গ্রুপ ডি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ৷ ৫৭৩ জনের বেতন বন্ধ এবং চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ৷ সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে৷ আগামী ৭ দিন এই স্থগিতাদেশ বহাল থাকবে৷ সোমবার ডিভিশন বেঞ্চে ফের শুনানি৷
অন্যদিকে, গ্রুপ সি’ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বলা হয়েছে, তদন্তে নজরদারি করবেন সিবিআই-এর যুগ্ম অধিকর্তা৷ ১৫ই মার্চের মধ্যে সিবিআই-কে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
গ্রুপ সি মামলায় মূল অভিযোগ ছিল, ২০১৯ সালের ১৮ মে প্যামেলের বৈধতা শেষ হওয়ার পরেও এসএসসি’র তরফে বেশ কিছু সুপারিশপত্র দেওয়া হয়৷ যার ভিত্তিতেই এই ৩৫০ জন নিয়োগপত্র হাতে পান৷ অথচ বোর্ড এবং কমিশন জানায় প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর তারা আর কাউকে নিয়োগপত্র দেয়নি৷ কেউ সেটা দেখালে তা ভুয়ো বলে প্রমাণিত হবে৷