হাই কোর্টের নির্দেশে নিজাম প্যালেসে হাজিরা SSC উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের

হাই কোর্টের নির্দেশে নিজাম প্যালেসে হাজিরা SSC উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে গিয়েছেন তিনি৷ সেখানে পার্থ রক্ষাকবচ পান কিনা, এখন সেটারই অপেক্ষা৷ তবে কোনও রকম রক্ষাকবচ পাবেন না এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা কমিটির পাঁচ সদস্য৷ ইতিমধ্যেই শান্তি প্রসাদ সিনহা ও অলোক সরকার নিজাম প্যালেসে এসে পৌঁছেছেন৷ এর কিছুক্ষণ পরেই আসেন প্রদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত আচার্য৷  তবে তাপস পাঁজা এখনও এসে পৌঁছননি৷

আরও পড়ুন- ব্রেকিং: মন্ত্রী পরেশ অধিকারীর আবেদন গ্রহণ করল না ডিভিশন বেঞ্চ

এর আগে উপদেষ্টা কমিটির এই পাঁচ সদস্যকে চারবার সিবিআই-এর অ্যান্টি করাপসন ব্রাঞ্চের দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে৷ সেই বয়ানকে সামনে রেখেই তদন্তের কাজ চলেছে৷ সিবিআই সূত্রে খবর, এসএসসি দুর্নীতির একাধিক তথ্যপ্রমাণ রয়েছে৷ মেধা তালিকার নীচের দিকে থাকা প্রার্থীদের এখানে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে৷ অথচ নিয়োগপত্র পেয়েছেন মেধা তালিকার নীচের দিকে থাকা প্রার্থীরা৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের কমিটির পাঁচ সদস্যকে আজ তলব করা হয়েছে৷ প্রয়োজনে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও জানা গিয়েছে৷