কলকাতা: মরক্কোর কাছে হেরে কাতার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের৷ এটাই ছিল ৩৭ বছরের সিআর৭-এর শেষ বিশ্বকাপ৷ ফিফা বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পর অনেকেই বলছেন, শীঘ্রই হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকেও অবসর নেবেন কিংবদন্তী ফুটবলার৷ আবার একদলের মত, এখনই আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানাবেন না এই পর্তুগিজ তারকা৷ অনেক কিছু দেওয়ার বাকি আছে তাঁর৷
আরও পড়ুন- ম্যাচ শুরুর আগে সমর্থকের মুখে বলের আঘাত! ক্ষমা চেয়ে নিলেন এমবাপে, মন ছুঁল ভক্তদের
ফুটবলের মাঠ হোক বা ব্যক্তিগত জীবন, হামেশাই চর্চায় থাকেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ তাঁকে নিয়ে বিতর্কেরও অন্ত নেই৷ কিন্তু বিশ্বকাপ থেকে অবসর নেওয়ার পর জানেন কোথায় থাকতে চলেছেন সিআর সেভেন?সে যেন এক অট্টালিকা! পর্তুগালে নিজের প্রাসাদ তৈরি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ এই বাড়ি বানাতে খরচ হয়েছে ২৮৫ কোটি টাকা৷
এদিকে বিশ্বকাপে পরাজয়ের যন্ত্রণা বুকে নিয়েই অনুশীলনে ডুব দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক৷ বর্তমানে তাঁর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গেই অনুশীলন করছেন সিআর৭। আর এরই মাঝে মিলল বিশ্বকাপের পর তাঁর নতুন ঠিকানার হদিশ। পর্তুগালের সব চেয়ে দামি বাড়িটি এখন প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঝুলিতে। মডেল পার্টনার জর্জিনা রড্রিগেজ ও পাঁচ সন্তানের সঙ্গে এবার থেকে সেই বাড়িতেই থাকবেন রোনাল্ডো৷
কোটি কোটি টাকা ব্যয় করে পর্তুগালের কুইন্টা ডি মারিনহা অঞ্চলে এই বিলাসবহুল ম্যানসনটি কিনেছেন ফুটবল সম্রাট। নতুন বছর থেকে বান্ধবী ও সন্তানদের নিয়ে সেই বাড়িতেই থাকবেন তিনি৷ দীর্ঘদিন ধরে ওই বাড়িটির সংস্কারের কাজ হয়েছে। তিনতলা এই বিলাসবহুল বাড়িটির আয়তন ২ হাজার ৭২০ বর্গমিটার। কাঁচের দেওয়াল দিয়ে ধরা পড়ে মনোরম প্রাকৃতিক শোভা৷ এই প্রাসাদোপম বাড়ির পারপাশ ঘিরে সবুজের আচ্ছাদন। রোনাল্ডোর নতুন ঠিকানা জানার পর ফুটবল প্রেমীরা মনে করছেন, অবসরের পর বাকি জীবনটা হয়তো পরিবারের সঙ্গে পর্তুগালেই কাটিয়ে দেবেন সিআর সেভেন।
এই সুবিশাল বাড়ির চারপাশের দৃশ্য দেখে যেমন চোখ জুড়াবে সকলের, তেমনই এর অন্দরসজ্জাও চোখ ধাঁধানো৷ একঝলকেই তা নজর কাড়ে৷ জানা গিয়েছে, রোনাল্ডোর এই প্রাসাদে রয়েছে বিশাল আয়তনের এক গ্লাস সুইমিং পুল। রয়েছে ১০০০ স্কোয়ার ফুটেল বিাস এক বেডরুম৷ যা স্বাভাবিক বেডরুমের চেয়ে প্রায় তিনগুণ বড়৷ পাশাপাশি সেখানে থাকছে ভূগর্ভস্থ পথ। যা নিঃসন্দেহে এই অট্টালিকার আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু৷
গত বছর এই বাড়িটির দাম ছিল ১০ মিলিয়ন ডলার৷ এই বছর আরও ১৮ মিলিয়ন ডলার দাম বাড়ানো হয়৷ হবে নাই বা কেন? সিআর৭-এর পছন্দের যে কোনও জিনিসই যে মূল্যবান হয়ে উঠবে, তা বলাই বাহুল্য৷
বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক জন ফ্রি ফুটবলার। বিশ্বকাপ চলার মাঝেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর সম্পর্কে ইতি পড়েছে। জানা গিয়েছিল, সৌদি আরবের আল নাসেরের ক্লাবের তরফে তাঁকে ২০০ মিলিয়ন ডলারের অফার দেওয়া হয়েছিল। তবে তিনি সৌদির এই বহুমূল্যের অফার গ্রহণ করেননি বলেই খভর। তাঁকে হয়তো দেখা যাবে ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের কোনও ক্লাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″ height=”315″ frameborder=”0″>