রামপুরহাট-কাণ্ডে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছেন অমিত শাহ, দাবি সুকান্তর

রামপুরহাট-কাণ্ডে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছেন অমিত শাহ, দাবি সুকান্তর

6f74be8a75e4b74b34a340b78444460f

কলকাতা: রামপুরহাট-কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানালেন বিজেপি’র রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার৷ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি৷ তাঁর দাবি, অমিত শাহ রামপুরহাট কাণ্ডে রাজ্য সরকারের কাছে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে৷ রিপোর্ট পাওয়ার পরেই রাজ্যে পাঠানো হবে কেন্দ্রীয় দল৷ 

আরও পড়ুন- ‘আমাদেরই লোককে খুন করিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা, সহ্য করব না’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, এই বিষয়ে উনি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন৷ উনি আশ্বাস্ত করে বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে এই ঘটনার রিপোর্ট নেওয়া হবে৷ এবং রিপোর্ট পাওয়ার পর জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের অফিসাররা রামপুরহাটে আসবেন৷ পশ্চিমবঙ্গে বারবার এই ধরনের ঘটনা ঘটেছে৷ যা অত্যন্ত মর্মান্তিক৷ 

সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় মৃত্যু হয় তৃণমূল নেতা ভাদু শেখের৷ তিনি রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। তিনি ছিলেন বগটুই গ্রামের৷ গতকাল গ্রামে জাতীয় সড়কের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে এক দল দুষ্কৃতী। ঘটনায় গুরুতর জখম হন ভাদু৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভাদুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এর পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই৷ পর পর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ আজ সকালে ৮টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়৷ গোটা গ্রাম ঘিরে রেখেছে পুলিশ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ৷ এই গণহত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছে সবকটি বিরোধী দল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *