কলকাতা: মনোনয়ন জমা দিয়েছিলেন৷ কিন্তু পঞ্চায়েত ভোটে লড়তে পারবেন না ভাঙড়ের ৮২ জন আইএসএফ প্রার্থী৷ মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। এই ৮২ জন প্রার্থীকে ভোটে লড়ার সুযোগ করে দিতে কমিশনকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গেল বেঞ্চ। কিন্তু মঙ্গলবার বিচারপতি সিংহের সেই নির্দেশে স্থগিতাদেশ দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
পঞ্চায়েত ভোটে লড়াই করার সুযোগ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের ৮২ জন পঞ্চায়েত প্রার্থী। তাঁরা সকলেই পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিয়েছিলেম৷ কিন্তু হঠাৎ করেই তাঁদের নাম মুছে যায় রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। এই মামলায় বিচারপতি সিংহ নির্দেশ দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আইএসএফ প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে হবে কমিশনকে। একই সঙ্গে তাঁর নির্দেশ ছিল, আইএসএফ প্রার্থীদের অভিযোগ সত্য প্রমাণিত হলে তাঁদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও করে দিতে হবে কমিশনকেই। কিন্তু কমিশন আদালতের নির্দেশ মাফিক পদক্ষেপ করেনি বলে অভিযোগ জানিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এই ৮২ প্রার্থী৷ মঙ্গলবার মামলাটি ওঠে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। তাঁরা বিচারপতি সিংহের একক বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়৷