বেলা শেষে EVM বন্দি বিপুল ভোট, নয়া রেকর্ডের মুখে দ্বিতীয় দফায় নির্বাচন!

বেলা শেষে EVM বন্দি বিপুল ভোট, নয়া রেকর্ডের মুখে দ্বিতীয় দফায় নির্বাচন!

কলকাতা: রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দুই মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা। কার্যত রণক্ষেত্র নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই নন্দীগ্রামের বয়ালে সম্মুখ সমরে বিজেপি ও তৃণমূল। পরিস্থিতি সামলাতে হিমশিম খেলো কেন্দ্রীয় বাহিনীও। তবে এই অবস্থাতেও খাতায় কলমে বিকেল ৫টা পর্যন্ত শতাংশের হারে বেড়েছে ভোটারদের সংখ্যা।

নির্বাচন কমিশনের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট গ্রহণে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮০.৪৩ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় বিকেল ৫টা পর্যন্ত ভোট দিয়েছেন ৭৯.৬৫ শতাংশ মানুষ। পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে ৮১.২৩ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে পড়েছে ৭৮.০২ শতাংশ ভোট। সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়া জেলায়। সেখানে ৮২.৯২ শতাংশ মানুষ এদিন বিকেল ৫টা পর্যন্ত ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের তরফে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৮০.৪৩ শতাংশ৷

রাজ্য বিধানসভা নির্বাচনের কেন্দ্রস্থল নন্দীগ্রাম। যেখানে এদিন মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তারই এক সময়ের সহযোদ্ধা শুভেন্দু অধিকারী। চরম উত্তেজনার মাঝেও ভয় কাটিয়ে এদিন নন্দীগ্রামের মানুষ ভোট দিতে এসেছেন। শুধু নন্দীগ্রামেই এদিন বিকেল ৫টা পর্যন্ত ৮০.৭৯ শতাংশ ভোট পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের উদ্দেশ্যে ‘ভিকট্রি’ সাইন দেখিয়ে বললেন, “নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসই জিতবে। মানুষের আশীর্বাদে এখানে আমি জিতব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 4 =