কলকাতা মেডিক্যালে ভর্তি ৮০ শতাংশ রোগীই করোনা পজিটিভ

করোনা হাসপাতাল হিসেবে কলকাতা মেডিক্যাল কলেজের নাম টুইটারে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকে চালুও হয়েছে সেই পরিষেবা। সূত্রের খবর, তিনদিনের মাথায় সেই হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে ৮০ শতাংশই কোভিড ১৯ পজিটিভ। বাকি ২০ শতাংশের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।

কলকাতা: করোনা হাসপাতাল হিসেবে কলকাতা মেডিক্যাল কলেজের নাম টুইটারে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকে চালুও হয়েছে সেই পরিষেবা। সূত্রের খবর, তিনদিনের মাথায় সেই হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে ৮০ শতাংশই কোভিড ১৯ পজিটিভ। বাকি ২০ শতাংশের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে সর্বভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া৷

গত সপ্তাহে বুধবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মেডিক্যাল কলেজকে করোনা হাসপাতাল করার সিদ্ধান্ত। সেই অনুসারে কাজকর্ম শুরু হয়েছিল পরদিন থেকেই। সন্দেহভাজন রোগীদের মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর কাজ শুরু হয়েছিল বলে সংবাদসূত্রে জানা গেছে। সোমবার সকালে পাওয়া রিপোর্ট অনুসারে, এই মুহূর্তে মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন ১০০ জন রোগী। তাঁদের মধ্যে ৮০ জনই করোনা আক্রান্ত। বাকি রোগীদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা আক্রান্তদের বেশিরভাগ অংশই অন্য হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজে আসা রোগী।

হাসপাতালের তরফে মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, 'অন্য হাসপাতাল থেকে রেফার করা কিছু রোগীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। যাঁদের মধ্যে সদ্য মা হয়েছেন, এমন মহিলারাও রয়েছেন। সদ্যোজাত শিশুদের চিকিৎসার জন্য আমরা বিশেষ আইসোলেশনের ব্যবস্থা করেছি। সদ্য মা হয়েছেন, এমন যেসব মহিলাদের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে, তাঁদের সন্তানদের রাখা হবে ওই আইসোলেসনে।'

তবে করোনা মহামারীর এই সঙ্কটজনক পরিস্থিতিতে মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ যে এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তা আগেই জানানো হয়েছিল কর্তৃপক্ষে তরফে। এই মুহূর্তে করোনা চিকিৎসার জন্য ৫০০টি বেড প্রস্তুত থাকলেও পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে তারা। মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, 'প্রয়োজনের ভিত্তিতে হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা ১০০০ বেডের ব্যবস্থা করতে পারব।'

বিস্তারিত দেখুন https://timesofindia.indiatimes.com/city/kolkata/80-of-patients-in-mch-now-covid-ve/articleshow/75665567.cms এই লিঙ্কে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =