নয়াদিল্লি: সি ইনস্পায়ার্স আস- প্রতি মুহূর্তে যাঁরা সমাজ তথা দেশকে অনুপ্রাণিত করছেন, সেই সকল নারীদের বিশেষ সম্মান দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেই সমস্ত মহিলাদের উদ্দেশে সম্মান জ্ঞাপন করবেন তিনি। এই বিশেষ উদ্যোগে আমন্ত্রিত ছিলেন ৮ বছরের খুদে সমাজকর্মী লিকিপ্রিয়া কঙ্গুজাম। তবে সে এই আমন্ত্রণ জনসমক্ষে প্রত্যাখ্যান করেছে। কী কারণে তার এই সিদ্ধান্ত, তাও সাফ জানিয়েছে সে।
কাল আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী নিয়েছেন বিশেষ উদ্যোগ। ১ মার্চ থেকে প্রচারও শুরু হয়েছে তার। আমন্ত্রণ জানানো হয়েছে সমাজকে অনুপ্রাণিত করছেন, এমন নারীদের। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সমাজকর্মী লিকিপ্রিয়া কঙ্গুজামকে। তার জবাবে ওই খুদে টুইটে লেখেন, 'আপনি যখন আমার কথা শুনতেই চান না, অনুগ্রহ করে আমাকে নিয়ে উদযাপন করারও দরকার নেই। আপনার নেওয়া উদ্যোগ সি ইনস্পায়ার্স আস-এ, দেশকে যাঁরা অনুপ্রাণিত করেছেন, সেই সমস্ত মহিলাদের তালিকায় আমাকে রাখার জন্য অনেক ধন্যবাদ। তবে অনেক ভাবনাচিন্তার পর আমি এই আমন্ত্রণ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।'
Dear @narendramodi Ji,
Please don’t celebrate me if you are not going to listen my voice.Thank you for selecting me amongst the inspiring women of the country under your initiative #SheInspiresUs. After thinking many times, I decided to turns down this honour. 🙏🏻
Jai Hind! pic.twitter.com/pjgi0TUdWa
— Licypriya Kangujam (@LicypriyaK) March 6, 2020