New Virus
কলকাতা: করোনা অতিমারির ভয়াল স্মৃতি এখনও ভোলেনি মানুষ। এখনও বহু মানুষকে তাড়া করে বেড়ায় আতঙ্কের সেই দিনগুলো৷ সেই ভয়ঙ্কর স্মৃতি বিস্মৃত হওয়ার আগেই ফের ভয়ের কথা শোনালো চিন। নতুন করে মাথাচার দিল অতিমারির ভয়।
করোনা সংক্রমণ রুখতে দীর্ঘ লকডাউনে ভেঙে পড়েছিল বিশ্ব অর্থনীতি৷ সেই পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ৷ কর্মহারা মানুষ নতুন করে খুঁজে পেয়েছে উপার্জনের পথ৷ তবে করোনার হানায় মৃত্যু মিছিল,নানা শারীরের সমস্যা, আতঙ্ক মন থেকে পুরোপুরি মুছে যায়নি৷ এরই মধ্যে নয়া ভাইরাসের খোঁজ মিলতেই নতুন করে শুরু উদ্বেগ৷ অনেকেরই প্রশ্ন, আবার সেই দিনগুলি ফিরে আসবে না তো?
জানা গিয়েছে, চিনে নতুন ৮টি ভাইরাসের সন্ধান মিলেছে৷ এগুলির মধ্যে যে কোনও একটি থেকেই ফের অতিমারি সৃষ্টি হতে পারে। এই খবর আসতে না আসতেই ভাইরাস নিয়ে গবেষণা শুরু করেছে চিন। জানা গিয়েছে, চিনের একটি দ্বীপে নতুন আটটি ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। যে ভাইরাসগুলি মূলত রয়েছে ইঁদুর বা ছুঁচো জাতীয় প্রাণীর শরীরে৷ সেই সব প্রাণীর শরীর থেকে ভাইরাসগুলি সংগ্রহ করে শুরু হয়েছে গবেষণা৷ দ্বীপের নানা জায়গা থেকে এই ভাইরাসের নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে পরীক্ষাগারে। মূলত প্রাণীদের লালা এবং মলদ্বার থেকে নিসৃত তরল থেকেই ভাইরাসগুলির অস্তিত্ব পাওয়া গিয়েছে। কিন্তু কেন এগুলি এত বিপজ্জনক?
বিজ্ঞানীরা বলছেন, ইঁদুর জাতীয় প্রাণীর শরীর থেকে পাওয়া এই ভাইরাসগুলির মধ্যে বিবর্তন ঘটতে পারে। সেই লক্ষণ স্পষ্ট। এই ভাইরাসগুলির বিবর্তন ঘটলে তা অন্য প্রাণীর শরীরে পৌঁছে যাওয়ার সম্ভাবনাও বাড়বে। আতঙ্কের এখানেই শেষ নয়। বিবর্তনের মাধ্যমে এগুলি এমন ভাবে রূপ বদল করতে পারে যে, তা অচিরেই মানুষকে সংক্রমিত করতে পারে। আর ভবিষ্যতে তেমনটা ঘটলে তা অস্বাভাবিক হবে না৷ অতিমারির হাত থেকে পৃথিবীকে সুরক্ষিত করতে তাই আগেভাগেই প্রতিষেধক বা টিকা বানিয়ে ফেলতে চাইছেন বিজ্ঞানীরা৷ সেই লক্ষ্যেই কাজ করছেন তাঁরা৷