মুকুল PAC চেয়ারম্যান কেন? প্রতিবাদে বিধানসভার ৮টি কমিটি থেকে ইস্তফা BJP-র

মুকুল PAC চেয়ারম্যান কেন? প্রতিবাদে বিধানসভার ৮টি কমিটি থেকে ইস্তফা BJP-র

কলকাতা:  হুঁশিয়ারি ছিলই৷ সেই মতোই মঙ্গলবার বিধানসভার আটটি কমিটি থেকে ইস্তফা দিলেন বিজেপি’র ৮ বিধায়ক৷ প্রথা ভেঙে মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান করার প্রতিবাদেই এই ইস্তফা৷ 

আরও পড়ুন- দার্জিলিং কেউ ভাগ করতে পারবে না! ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে গর্জে উঠলেন বিমান

এদিন বিজেপি’র ৫ বিধায়ক ব্ধানসভার স্ট্যান্ডিং কমিটি এবং ২ জন হট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন৷ আজ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন মনোজ টিগ্গা, মিহির গোস্বামী, নিখিলরঞ্জন দে, দীপক বর্মা, আনন্দময় বর্মন, বিষ্ণুপ্রসাদ শর্মা, অশোক কীর্তনীয়া ও কৃষ্ণ কল্যাণী৷ ইস্তফা দিয়েই অধ্যক্ষের ঘর থেকে বেড়িয়ে যান তাঁরা৷ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানালেও, নিজেদের সিদ্ধান্তে তাঁরা অনড় থাকে৷ তাঁদের অভিযোগ, খাতায় কলমে মুকুল রায় বিজেপি বিধায়ক হলেও তিনি এখন তৃণমূলের সদস্য৷ অর্ধ শতাব্দীর প্রথা ভেঙে পিএসি-র চেয়ারম্যান পদে বসেছেন মুকুল রায়৷ কী ভাবে এই পদে মুকুল রায়কে বসানো হল, সেই প্রশ্নই তুলেছেন তাঁরা৷ পাশাপাশি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে বিজেপি৷ তাঁদের সাফ বক্তব্য, মুকুল রায়কে পিএসি-র চেয়ারম্যান থেকে সরানো না হলে, বিজেপি বিধায়করাও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবেন না৷ 

আরও পড়ুন-গড়িমসি নয়, সঠিক সময়ে উপনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

জানা গিয়েছে আগামী শুক্রবার ৪১ জন চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করবেন অধ্যক্ষ৷ কিন্তু বিজেপি’র চেয়ারম্যানরা ওই বৈঠকে যাবেন না৷ বরং আজ পদত্যাগ করেই তাঁরা ছোটেন রাজভবনে রাজ্যপালের কাছে নালিশ জানাতে৷ মুকুল রায়কে পিএসি-র চেয়ারম্যান করার কথা বিধানসভায় ঘোষণা করার পরেই ওয়াক আউট করেছিল বিজেপি বিধায়করা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + seventeen =