দার্জিলিং: বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বিমল গুরুংয়ের নামে চার বছর আগে রাজ্য পুলিশের দায়ের করা মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। শুধুমাত্র ইউএপিএ ও খুনের মামলা বাদে বাকি সব মামলা প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে খবর। ইতিমধ্যেই ৭০টিরও বেশি মামলা খারিজ করে দেওয়া হয়েছে।
২০১৭ সালে বিমল গুরুংয়ের আন্দোলনে ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছিল পাহাড়। বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ, আগুন লাগানো, সরকারি সম্পত্তি ভাঙচুর করা ও বিক্ষোভে ফেটে পড়েছিল দার্জিলিং-সহ গোটা পাহাড়। প্রায় তিন মাসের কাছাকাছি স্তব্ধ হয়ে গিয়েছিল দার্জিলিং। সেই সময়ে রাজ্য পুলিশ ইউএপিএ, খুনের মামলা সহ ৩০০টিরও বেশি মামলা বিমলের নামে দায়ের করেছিল। এরপর হঠাৎই পাহাড় থেকে হারিয়ে যান বিমল গুরুং। প্রায় সাড়ে তিন বছর রাজ্যে না থেকে ঘাপটি মেরে ছিলেন তিনি। গত ২১ অক্টোবর হঠাৎ করেই মমতা ঘনিষ্ঠ হয়ে কলকাতায় উদয় হন বিমল। তৃণমূলের হয়ে প্রচারেও অংশ নেন তিনি। খোলাখুলি জানান, বিজেপি তাঁদের সঙ্গে প্রতারণা করেছে৷ তাই এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন করবেন তাঁরা৷ এর পরই গুরুংয়ের সঙ্গে তৃণমূল ঘনিষ্ঠতা বহু প্রশ্ন তুলেছিল রাজনৈতিক মহলে।
মমতা ঘনিষ্ঠ হয়েই তিনি পাহাড়ে ফিরে আসেন ও তৃণমূলের হয়ে প্রচার করতে থাকেন গুরুং। এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আচমকা গুরুংয়ের নামে দায়ের করা মামলাগুলি প্রত্যাহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ দার্জিলিংয়ের সরকারি আইনজীবী প্রণয় রায় জানিয়েছেন, “রাজ্যের আইন দফতর থেকে যেরকমটা নির্দেশ এসেছে সেই অনুযায়ী মামলাগুলি প্রত্যাহার করা হচ্ছে। শুধুমাত্র ইউএপিএ ও খুনের মামলাগুলি এইভাবে প্রত্যাহার করা যায় না বলে সেগুলি বজায় থাকছে। কিন্তু আদালতের অনুমতি ছাড়া বিমল গুরুংকে গ্রেফতার করা যাবে না।”
ইতিমধ্যেই ৭০টিরও বেশি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইউএপিএ ও খুনের মামলা বাদে বাকি মামলাগুলিও প্রত্যাহার করার প্রক্রিয়ায় রয়েছে। হাইকোর্টে বিমল গুরুংয়ের নামে যে মামলাগুলো ছিল তাও প্রত্যাহার অথবা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে রাজ্য৷ বিমল গুরুংয়ের নামে রাজ্যের পুলিশই মামলা করে রাজ্য ছাড়া করেছিল, সেই বিমল গুরুং সাড়ে তিন বছর পর মমতা ‘ঘনিষ্ঠ’ হয়ে জনসমক্ষে ফিরে আসলে ভোটের মুখে তার নামে করা সব মামলা প্রত্যাহার করে নিচ্ছে সেই রাজ্য সরকার। রাজ্য রাজনীতির ময়দানে এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছে। কূটনৈতিক মহলেও শুরু হয়েছে জোর জল্পনা।