মুম্বই: ফের বিকৃত মানসিকতার পরিচয়৷ আবারও একবার পথকুকুরকে ধর্ষণের ঘটনা সামনে এল৷ অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ৷
জানা গিয়েছে, কমপক্ষে ৩০টি পথকুকুরকে ধর্ষণ করেছে ৬০ বছরের ওই বৃদ্ধ ৷ বৃদ্ধের নাম আহমেদ শাহি ৷ মুম্বইয়ের জুহু গুল্লি এলাকা থেকে এই সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, খাবারের লোভ দেখিয়ে মাঝেমধ্যেই পথকুকুরদের ওপর যৌন অত্যাচার চালাতেন বৃদ্ধ ৷ মুম্বইয়ের পশু সুরক্ষা সংগঠনের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে আহমেদের ওপর নজর রাখতে শুরু করে ৷ লুকিয়ে একটি ভিডিও শুট করে তারা ৷ এরপরই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে৷ পশু সুরক্ষা সংগঠনের সদস্য বিজয় মোহনানি ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং ভিডিওটি পুলিশকে দেন৷ ভিডিওটি গত বছর ডিসেম্বরে তোলা হলেও, বিজয় মোহনানি দিন দুয়েক আগে ভিডিওটি হাতে পান৷ ভিডিওতে দেখা যায়, প্রথমে খাবারের লোভ দেখিয়ে কুকুরদের বশে আনেন ওই বৃদ্ধ ৷ তারপর তাদের ওপর অকথ্য নির্যাতন চালান ৷ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ এবং ৪২৯ নং ধারায় গ্রেফতার করা হয়েছে আহমেদ শাহিকে৷ এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়৷
যদিও এটাই প্রথম নয়৷ গত বছর এই ধরনের একটি ঘটনা সামনে আসে৷ সেটা ছিল কলকাতার ঘটনা৷ সেই বছর দক্ষিণ কলকাতার হরিদেবপুরেও পথকুকুরদের ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ৷ স্থানীয় পশুপ্রেমীদের থেকে জানা গিয়েছিল, ওই ঘটনায় অন্তত ২০টি কুকুরের মৃত্যু হয়৷ মৃত এবং আহত কুকুরদের মেডিক্যাল টেস্ট করে জানা যায়, তারা যৌন অত্যাচারের শিকার হয়েছে৷ ধৃত যুবকের ঘর থেকে বেশ কয়েকটি সিরিঞ্জের মধ্যে বিভিন্ন ধরনের ঘুমের ওষুধও উদ্ধার করা হয়৷ সেসময় অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন এলাকাবাসী৷ এবারও ধৃত আহমেদ শাহির দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন পশুপ্রেমী সংগঠনের কর্মীরা এবং সাধারণ মানুষ৷