আহমেদাবাদ: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম জড়িয়ে গেল ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ নিবাসী ৬ বছরের ছোট্ট আরহাম ওম তালসানিয়ার। বিশ্বের কনিষ্ঠতম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে এই নজির সৃষ্টি করেছে সে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার করে এই নজির গড়েছে ৬ বছরের ছোট্ট এই বালক। ক্লাস টুয়ের ছাত্রের এই কীর্তিতে হইচই শুরু হয়ে গেছে দেশজুড়ে।
পিয়ারসন ভিইউই টেস্ট সেন্টার থেকে মাইক্রোসফ্ট সার্টিফিকেশনের পরীক্ষা পাস করে আরহাম। নিজের এই নজির সম্পর্কে কথা বলতে গিয়ে সে বলে, তার বাবা তাকে কোডিং শিখিয়েছিল। ২ বছর বয়স থেকে সে কোডিং নিয়ে পড়াশোনা করছে। ৩ বছর বয়সে উইন্ডোজ আর আইওএস-এর গ্যাজেট কেনে সে। তখনই সে প্রথমবার জানতে পেরেছিল তার বাবা পাইথন প্রোগ্রামিংয়ের হয়ে কাজ করে। আরহামের কথায়, পাইথন থেকে প্রথমে সার্টিফিকেট পাওয়ার পর সে ছোটখাটো গেম বানাচ্ছিল। তারপর তার থেকে তার কাজের প্রমাণ চাওয়া হয়। কিছু মাস পরেই সেই কাজের ভিত্তিতেই তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই প্রেক্ষিতে তাকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ট সার্টিফিকেট দেওয়া হয়।
আরহামের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে সে বলে, সেপ ব্যবসায়ী হতে চায় এবং সবাইকে সাহায্য করতে চায়। কোডিং শিক্ষাকে কাজে লাগিয়ে সে বিভিন্ন অ্যাপ, গেম এবং সিস্টেম তৈরি করতে চায়। যাদের সাহায্যের দরকার তাদের সাহায্যের জন্য কাজ করতে চায় সে। আরহামের বাবা জানাচ্ছেন,ছোট থেকেই বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি আকর্ষণ ছিল তার। মোবাইল কিংবা ট্যাবলেটে ঘন্টার পর ঘন্টা গেম খেলত সে। একইসঙ্গে সুডোকু বা পাজেল সলভ করত। এই ভাবেই ভিডিও গেম তৈরি করার প্রতি আকর্ষণ জাগে আরহামের। তার আকর্ষণ দেখেই প্রোগ্রামিংয়ের প্রাথমিক শিক্ষা দেওয়া শুরু করেন তিনি। তবে স্বপ্নেও কল্পনা করতে পারেননি তার ছোট্ট আরহাম এইভাবে নিজের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জুড়ে ফেলবে।