একুশের প্রত্যাশা, পাঠকের সাথে সাফল্যের ৭ বছর

একুশের প্রত্যাশা, পাঠকের সাথে সাফল্যের ৭ বছর

 

স্বাগত ২০২১৷ বিশ-মুক্ত একুশে আসুক শান্তি, সমৃদ্ধি৷ মহামারীর ভয়াবহতা মুছে আসুক বাস্তবের সুদিন৷ ২০২১-এর প্রথম সূর্যোদয়ে প্রার্থনা গোটা বিশ্বের৷ হানাহানি, জাতপাতের বিভেদকে হারিয়ে একুশে থাক এগিয়ে যাওয়ার প্রত্যাশা৷ শারীরিক দূরত্ব মুছে বাড়তে থাকুক সামাজিক ঘনিষ্ঠতা৷ মুখ ঢেকে নয়, খোলা মুখে, মুক্ত মনে লাগুক মুক্তির বাতাস৷ ঐক্য, সম্প্রীতির পথে এগিয়ে চলুক নগরজীবন৷ আজ বিকেল ডট কমের সমস্ত পাঠককে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা৷ আপনারা পাশে ছিলেন বলেই আজ বিকেল ৭ বছর সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে৷ এই সাফল্যের কৃতিত্ব একমাত্র পাঠকের৷ কারণ, পাঠকই আমাদের ঈশ্বর৷ কোনও রঙের কাছে নয়, পাঠকের আজ্ঞাবহ দাস আজ বিকেল ডট কম৷ জীবন-জীবিকার খবর, গুরুত্ব এখানে সব থেকে বেশি৷

শুরুটা হয়েছিল ২০১৪ সালে৷ পয়লা জানুয়ারি আজ বিকেল পত্রিকা প্রথম প্রকাশিত হয় একটি সান্ধ্য দৈনিক হিসেবে৷ উত্তর ২৪ গরগনা জেলার ইতিহাসে প্রথম সান্ধ্য দৈনিক৷ অনেক রক্ত-ঘাম-পরিশ্রমের পর কয়েক কোটি পাঠকের ভালোবাসা, সমালোচনা মাথায় নিয়ে এগিয়ে চলেছে আজ বিকেল৷ সপ্তম বর্ষপূর্তিতে আজ বিকেল সমস্ত পাঠকের কাছে চিরঋণী, কৃতজ্ঞ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =