কোথায় হবে এবারের IPL? এই ৬টি শহরকে বেছে নিল বোর্ড, জানুন বিস্তারিত

এপ্রিল মাসেই শুরু হতে চলেছে আইপিএল, শোনা যাচ্ছে সূত্র মারফত

809ac184d552785264a97ae9dff659b4

মুম্বই: জল্পনা চলছিলই, এবার তার অবসান ঘটাল বিসিসিআই। ২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ছটি শহরকে বাছাই করা হল। মাত্র কয়েকমাস আগেই সম্পন্ন হয়েছে আইপিএল ২০২০। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত থেকে আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দুবাইতে। তবে এবার নির্দিষ্ট সময়ে ভারতেই হতে চলেছে বিশ্বের জনপ্রিয়তম এই ক্রিকেট লিগ।

আইপিএল ২০২১-এর দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা করেনি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। তবে সূত্রের খবরে জানা যাচ্ছে এপ্রিলের ১১ তারিখ থেকে দেশের মাটিতে শুরু হতে পারে আইপিএল। কিন্তু বেশ কিছুদিন ধরেই এদেশে, বিশেষত পশ্চিম ভারতে করোনার প্রভাব ফের বেড়ে যাওয়ায় আইপিএল আয়োজন নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে কর্তৃপক্ষের কপালে। জানা গেছে সবদিক মাথায় রেখেই ৬ টি শহরকে বেছে নিয়েছে বিসিসিআই।

বিসিসিআই কর্তৃক আইপিএলের জন্য বেছে নেওয়া ছটি শহরের মধ্যে রয়েছে কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই আমেদাবাদ এবং দিল্লি। বস্তুত, কিছুদিন আগে পর্যন্ত একুশের আইপিএল কেবল মুম্বাই আর পুণের মধ্যেই সীমাবদ্ধ রাখার কথা ভাবছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বলা হচ্ছিল আইপিএলের সবকটি ম্যাচ মুম্বাই এবং পুনেতেই রাখা হবে, এবং ফাইনাল খেলা হবে আমেদাবাদে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বোর্ড।

৬টি বাছাই করা শহরের তালিকায় দিল্লিকে রাখা হবে না বলেই ঠিক ছিল প্রাথমিক ভাবে, কিন্তু পরে এই সিদ্ধান্তও বদলে যায়। হায়দ্রাবাদের স্থানীয় ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কিছু সমস্যার জন্য তাকে তালিকা থেকে বাদ দিতে হয়। তারপরেই দিল্লিকে বাছাই তালিকায় রাখা হয় বলে জানা গেছে সূত্রের খবরে। এছাড়া কেন্দ্রের সঙ্গে মতানৈক্য দূরে সরিয়ে মহারাষ্ট্র সরকারও ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার অনুমতি দিয়ে দিয়েছে। তবে মুম্বাই বা পুণেতে খেলা হলে মাঠে কোনো দর্শক প্রবেশ করতে পারবেন না বলেই জানিয়েছে বোর্ড। মহারাষ্ট্রে আচমকা করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *