কলকাতা: সোমবার সকাল থেকে শুরু হয়েছে পঞ্চায়েতের পুনর্নির্বাচন৷ কোথাও ভয়ের পরিবেশ, কোথাও ভোট শুরু হতে দেরি৷ এরই মাঝে ৭টা থেকে শুরু হয়েছে ভোট৷ সকাল সব মিলিয়ে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ৬.৫২%৷
সব মিলিয়ে পুনর্নির্বাচন হচ্ছে ৬৯৬টি বুথে৷ নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার পুনর্নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ৬.৫২ শতাংশ ভোট পড়েছে। কোনও কোনও কেন্দ্রে ভোট শুরু হতে দেরি হয়েছে। কোথাও আতঙ্কে ঘর থেকে বেরতেই পারেননি ভোটারেরা। অনেক কেন্দ্রে আবার রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠে এসেছে৷
জয়নগরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। হাচিমপুরের ৮০/১, ৮০/২ ও ৮১ নম্বর বুথে তৃণমূল, এসইউসিআই এবং নির্দল প্রার্থীদের তরফে সকাল থেকে ভোটারদের হাতপাখা, নানা রকমের খাবার এবং জল দেওয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে৷ এদিকে, বীরভূমে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। বুথে এসে আতঙ্কে কেঁদে ফেললেন সিপিএম প্রার্থী। সিপিএম প্রার্থী সাহিনা খাতুন জানান, ভোটের পর তাঁকে মারধর করার হুমকি দেওয়া হয়েছে। তাঁর স্বামীকেও বাড়িতে আটকে রাখা হয়েছে। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল৷ শনিবার এই বুথেই ব্যালট বাক্স পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছিল।