বর্ধমানে BJP এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ, ভয়ে ভোট বয়কট মহিলাদের

বর্ধমানে BJP এজেন্টের মাথা ফাটানোর অভিযোগ, ভয়ে ভোট বয়কট মহিলাদের

বর্ধমান:  উত্তপ্ত পূর্ব বর্ধমানের অন্তর্গত বর্ধমান উত্তরের সরাইটিকরের ভাষাপাড়া এলাকা৷ অসংখ্য মানুষ ভয়ে জড়ো হয়েছেন এখানে৷ ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন তাঁরা৷ ভয়ের সূত্রপাত আজ সকালে৷ বিজেপি এজেন্টকে বুথে নিয়ে যাওয়ার সময় চলে তৃণমূলের হামলা৷ এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে৷ মারধর করা হয় বাকী কর্মীদেরও৷ 

আরও পড়ুন- কল্যাণীতে ভোটারদের বুথে ঢুকতে বাধা, মারধর, প্রতিবাদে অবরুদ্ধ রাস্তা

অভিযোগ, এজেন্ট বসানোর সময় তৃণমূলের গুণ্ডাবাহিনী এসে হামলা চালায়৷ প্রায় ৫০-৬০ জনের দল এসে চড়াও হয়৷ মারধরে মাথা ফাটে বিজেপি এজেন্টের৷ এজেন্ট সহ আক্রান্ত হন আরও ৪ বিজেপি কর্মী৷ অভিযোগ, উপস্থিত মহিলাদের শাড়ি ধরেও চানাটানি করা হয়৷ মহিলারা বলেন, আমারা ভোট দিতে যাব না৷ কারণ আজ সকালে ঘটনাটি ঘটেছে৷ এখনও পুলিশ-প্রশাসন কোনও পদক্ষেপ করেনি৷ দুষ্কৃতীরা মোবাইল, ব্যাগ টেনে নিয়ে গিয়েছে৷ ২ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ আসেনি৷ তাই কোনও মেয়ে ভোট দিতে যাবে না৷  কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি৷  মহিলাদের দাবি, পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর জওনারা এসে তাঁদের নিরাপদে ভোট কেন্দ্রে নিয়ে না গেলে তারা ভোট দিতে যাবেন  না৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কল্যাণীতে ভোটারদের বুথে ঢুকতে বাধা, মারধর, প্রতিবাদে অবরুদ্ধ রাস্তা

কল্যাণীতে ভোটারদের বুথে ঢুকতে বাধা, মারধর, প্রতিবাদে অবরুদ্ধ রাস্তা

কল্যাণী:  সকাল থেকেই উত্তপ্ত কল্যাণী৷ বিভিন্ন জায়গা থেকে মিলছে অশান্তি খবর৷ কল্যাণীর চাঁদমারিতে ভোটার কার্ড হাতে রাস্তা অবরোধে সামিল হলেন ভোটাররা৷  কল্যাণী-গয়েশপুর বাইপাসের উপর তাঁরা অবরোধে বসেছেন৷ কিন্তু কেন এই অবরোধ? এক বৃদ্ধা বলেন , আমাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না৷ তৃণমূলের লোকজন মেরে তাড়িয়ে দিয়েছে৷ বুথের ধারে কাছেই যেতে দেওয়া হচ্ছে না৷ ২০০ মিটারের মধ্যে ওরা জমায়েত করছে৷ তিনি আরও জানান, এদিন সাতটা নাগাদ বুথের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি৷ কিন্তু তাঁকে বুথের কাছে ধাক্কা দেওয়া হয়৷ বলা হয়, আপনার ভোট আমরা দিয়ে দেব৷ আপনাকে ভোট দিতে হবে না৷ ভয়ঙ্কর অভিযোগ ওই ভোটারের৷

আরও পড়ুন- ভোটের শুরুতেই উত্তপ্ত কল্যাণী, বিজেপি কর্মীদের উপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

অপর এক ভোটার বলেন, এর আগে লোকসভা ভোটেও আমাদের ভোট দিতে দেয়নি তৃণমূল৷ এবারও ভোট দিতে আসায় আমাদের মারধর করা হয়েছে৷ তাড়িয়ে দেওয়া হচ্ছে৷ ভোট দিতে দিচ্ছে না ওরা৷ আমরা কোনও রাজনৈতিক দলের লোক নই৷ তা সত্ত্বেও বাধা দেওয়া হচ্ছে৷ তাঁরা জানান, কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতর রয়েছে৷ অন্যদিকে রাস্তাতেই ভোটারদের আটকে দেওয়া হচ্ছে৷  বাকি ভোটারদের মুখেও একই অভিযোগ৷ এদিকে অবরোধের জেরে রাণঘাট বিধানসভা কেন্দ্রের ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়া গাড়ি আটকে গিয়েছে৷  এখনও পর্যন্ত এখানে পুলিশ বাহিনী উপস্থিত হয়নি৷ কেন্দ্রীয় বাহিনীকেও দেখা যাচ্ছে না৷ স্বভাবতই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও  একটা প্রশ্ন উঠছে৷  জায়গায় জায়গায় বাইক নিয়ে ভোটারদের বধা দেওয়ার অভিযোগ উঠেছে৷ উল্লেখ্য, লোকসভা ভোটে কল্যাণীতে প্রচুর লিড নিয়ে জিতেছিল বিজেপি৷ সে কারণেই এখানে জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে তৃণমূল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভোটের শুরুতেই উত্তপ্ত কল্যাণী, বিজেপি কর্মীদের উপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

ভোটের শুরুতেই উত্তপ্ত কল্যাণী, বিজেপি কর্মীদের উপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

কল্যানী:  পঞ্চম দফার শুরুতেই উত্তপ্ত কল্যাণী৷ কল্যাণীর বকুলতলায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ৷ রড-লাঠি দিয়ে তাঁদের মারধর করা হয় বলে দাবি৷ 

আরও পড়ুন- অডিও ফাঁস করল কে? মমতার ফোনে আড়ি পাতার গুরুতর অভিযোগ তৃণমূলের

অভিযোগ, আজ সকালে আচমকাই বিজেপি’র কিছু কর্মীর উপর হামলা করা হয়৷ বিজেপি’র গয়েশপুর শহর মণ্ডলের ২৭০ বুথ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য বলেন, সকালে ক্যাম্প করার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম৷ হঠাৎ করে পাঁচ-সাতটা বাইকে এসে তৃণমূলের গুণ্ডাবাহিনী হামলা চালায়৷ বিজেপি কর্মীদের মারধর করা হয়৷ রাস্তায় ফেলে তাঁকে মারা হয়েছে বলেও জানান প্রশান্ত ভট্টাচার্য৷ তৃণমূলের গুণ্ডারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলেও তাঁর অভিযোগ৷ তিনি বলেন, ওদের  হাতে ছিল টিউবলাইট, বাঁশ, ধারালো অস্ত্র, এমনকী আগ্নেয়াস্ত্র৷ প্রায় ১৬-১৭ জনের বাইকে বাহিনী এসে এদিন হামলা চালায় বলে দাবি৷ সকলের হাতেই অস্ত্র ছিল বলে অভিযোগ৷ অতর্কিতে হামলা চালানো হয়৷ আচমকা আক্রমণের মুখে পড়ে বিজেপি কর্মীরা অনেকটাই দিশএহারা হয়ে পড়ে৷ ঘটনাস্থলে এসে পোঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ স্থানীয় বাসিন্দাদের উপরেও হামলা হয় বলে অভিযোগ৷ দোকান বন্ধের হুমকি দেওয়া হয়৷ তাদের হাতে অস্ত্র ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও৷ পুলিশি নিরাপত্তা না পেলে তাঁরা বুথে যাবেন না বলে জানিয়েছেন বাসিন্দারা৷ প্রতিবাদে পথ অবরোধ করছে বিজেপি’র কর্মী সমর্থকরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *