ভোটের আগে প্রশাসনিক রদবদল! সরানো হল ৫৯ WBCS অফিসারকে

ভোটের আগে প্রশাসনিক রদবদল! সরানো হল ৫৯ WBCS অফিসারকে

8f36d627aafb61122479e8b8018d8380

কলকাতা: ভোটের আগে পশ্চিমবঙ্গে ফের বদলির পর্বের সূচনা হল। নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্য সরকার ফের এক দফা প্রশাসনিক স্তরে বদলি করতে চলেছে। এবার মোট ৫৯ জন ডব্লিউবিসিএস আধিকারিক কে বদলি করা হবে বলে জানা গেছে। এর মধ্যে ২৪ জন ব্লক উন্নয়ন আধিকারিক এবং ৩৫ জন ডেপুটি ম্যাজিস্ট্রেট রয়েছেন বলে নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এই বিজ্ঞপ্তিতে আরো জানা গেছে, বদলি করা আমলাদের তালিকায় রয়েছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, গরবেতা, খেজুরি, চন্দ্রকোনা-২, ব্যারাকপুর-১ -এর বিডিও’র নাম বদল করা হয়েছে। পাশাপাশি রাজ্য রাজনীতিতে কান পাতলে এও শোনা যাচ্ছে যে, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে পুলিশ ও প্রশাসনিক স্তরে আরো বেশ কিছু রদবদল ঘটানো হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে বদলি করা হয় এবং বদল ঘটে কলকাতা পুলিশ কমিশনারের আসনেও। এই প্রসঙ্গে নবান্নের মত, এক জায়গায় দীর্ঘদিন কোনো সরকারি আধিকারিক বা পুলিশ অফিসার আসীন থাকলে তা আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তবে বদলের এই পর্যায়ে নন্দীগ্রাম ও গড়বেতার বিডিও বদলিকে বেশ তাৎপর্যপূর্ণ নজরে দেখতে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

উল্লেখ্য, বাংলায় বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। আর চলতি মাসেই রাজ্যে নামছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যারা টহল দেবেন রাজ্যের এলাকায় এলাকায়। ভোটের আগে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেভাবে মরিয়া নির্বাচন কমিশন, সেভাবেই প্রশাসনিক রদবদলের মাধ্যমে পরিস্থিতি আয়ত্তে রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *