নয়াদিল্লি: ফের শক্তি বাড়াচ্ছে করোনা৷ ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছে সংক্রমণ৷ হোলির ঠিক আগে করোনার বাড়বাড়ন্তে নতুন করে চিন্তায় পড়েছে প্রশাসন৷ আমআদমির উদ্বেগ বাড়িয়ে চলতি বছর এই প্রথম ৫০ হাজারের গন্ডি টপকে গেল আক্রান্তের সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪৭৬ জন৷ এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র এবং গুজরাতে৷
আরও পড়ুন- পাত পেড়ে ভুরিভোজ খেয়ে প্রতিবন্ধী ধাবা মালিককে শ্রীঘরে পাঠাল যোগীর পুলিশ!
গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩১ হাজারেরও বেশি মানুষ৷ পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটের মতো রাজ্যগুলিতেও৷ সংক্রমণ বাড়ছে কলকাতাতেও৷ গত ২৪ ঘণ্টায় ৪৬২ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি৷ আবার ১৮টি রাজ্যে দেখা মিলেছে করোনার নতুন স্ট্রেনের৷ দেশে নতুন করে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা৷ গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ১৮ রাজ্যে নয়া স্ট্রেনের পাশাপাশি করোনার আরও ভেরিয়েন্টের খোঁজ মিলেছে বিদেশে৷ বুধবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ৷
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লক্ষ ৮৭ হাজার ৫৩৪ জন৷ বর্তমানে সারা দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৩ লক্ষ ৯৫ হাজার ১৯২ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ৬৯২ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ২৫১ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন মাত্র ২৬ হাজার ৪৯০ জন। করোনার গতি রুখতে প্রশাসন তো বটেই, বিশেষজ্ঞরা বারাবার মাস্ক পরার উপর জোড় দিচ্চেন৷ সেই সঙ্গে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলার কথাও বলা হচ্ছে৷
আরও পড়ুন- গভীর রাতে তুমুল হট্টগোলের মধ্যেই পাস দিল্লির বিতর্কিত বিল! ক্ষুব্ধ কেজরিওয়াল
করোনার টিকাকরণ শুরু হওয়ার পর অনেকটাই বাগে এসেছিল সংক্রমণ৷ কিন্তু করোনাবিধি উপেক্ষা করায় ফের বাড়তে শুরু করেছে সংক্রমণের মাত্রা৷ যার জেরে বিভিন্ন রাজ্যে হোলির উৎসবে বিধিনিষেধ জারি করা হয়েছে৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে৷ গত বছর লকডাউনের স্মৃতি আজও সকলের মনে টাটকা৷ তবে কি ফের সেই পথেই হাঁটতে হবে দেশকে?