কলকাতা: রাজ্য রাজধানী কলকাতাকে নিরাপত্তায় মুড়ে ফেলতে নয়া উদ্যোগ লালবাজারের৷ রাজপথ থেকে অলিগলি, সর্বত্র কড়া নজর রাখতে বসছে সিসিটিভি৷ শহরজুড়ে প্রায় পাঁচ হাজার সিসি ক্যামেরা বসতে চলেছে৷ কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোল বিভাগের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরফলে শহরের যে কোনও প্রান্তে যাই ঘটুক না কেন, তা সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক গার্ডগুলি লাইভ দেখতে পারবে। পাশাপাশি শহরের থানাগুলিতেও সরাসরি লাইভ ফুটেজ পৌঁছে যাবে। এর ফলে ট্রাফিক ম্যানেজমেন্ট ও অপরাধ দমনের কাজ অনেকটাই সহজ হয়ে উঠবে।
বুধবার লালবাজারে এই সংক্রান্ত বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক সূত্রে খবর, নির্ভয়া প্রকল্পের আওতায় শহরজুড়ে সিসি ক্যামেরাগুলি বসানো হবে। গত কয়েকমাস ধরেই এ বিষয়ে ভাবনাচিন্তা চলছিল। শহরের বিভিন্ন থানা ও ট্রাফিক গার্ডকে চিঠি দিয়ে তাদের মতা জানাতে বলেছিল ট্রাফিক বিভাগ৷ কোন এলাকায় কত ক্যামেরা লাগবে প্রতিটি থানা ও ট্রাফিক গার্ড থেকে একজন করে নোডাল অফিসারকে (সার্জেন্ট বা সাব ইনসপেক্টর) সেই হিসেব জমা দিতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনে থানা ও ট্রাফিক গার্ডগুলি প্রয়োজনীয় ক্যামেরার সংখ্যা ও কোথায় বসানো হবে, তা উল্লেখ করে একটি তালিকা তৈরি করে। জানা গিয়েছে, কলকাতা জুড়ে প্রায় পাঁচ হাজার ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিসি ক্যামেরার তালিকা জমা দেওয়া হয়েছে লালবাজার ট্রাফিক বিভাগেও।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>