জ্বলছে লখিমপুর, ফুঁসছে কৃষকরা, যোগীরাজ্যে যাচ্ছেন পাঁচ তৃণমূল সাংসদ

জ্বলছে লখিমপুর, ফুঁসছে কৃষকরা, যোগীরাজ্যে যাচ্ছেন পাঁচ তৃণমূল সাংসদ

লখিমপুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায়  ২ কৃষকের মৃত্যু ও ২ কৃষককে গুলি করে মারার ঘটনায় উত্তপ্ত উত্তরপ্রদেশের লখিমপুর খেরি৷ আজ সোমবারই লখিমপুর খেরিতে যাচ্ছে তৃণমূলের পাঁচ সাংসদের একটি দল৷ এই দলে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, দোলা সেন, আবির রঞ্জন বিশ্বাস ও সুস্মিতা দেব৷ সেখানে পৌঁছে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা৷ 

আরও পড়ুন- ১৯৯ দিনে সর্বনিম্ন অ্যাকটিভ কেস, দেশে একদিনে ৬ শতাংশ কমল সংক্রমণ

এদিকে রবিবারের এই ঘটারনার পরেই গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে বলেন, ‘লখিমপুর খেরির বর্ররোচিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ কৃষকদের প্রতি বিজেপি উদাসীন৷ তাদের এই মনোভাব আমাকে গভীর যন্ত্রণা দিয়েছে। সোমবার আক্রান্ত কৃষক পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূল সাংসদরা৷ আমরা কৃষকদের নিঃশর্ত সমর্থন করছি।’ মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই যোগী রাজ্যের উদ্দেশে রওনা দিলেন পাঁচ সাংসদ৷ 

এদিকে,  ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র।  এই ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন তিনি৷ এদিকে, লখিমপুরে এখনও উত্তপ্ত পরিস্থিতি৷ জারি হয়েছে ১৪৪ ধারা৷ এলাকায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে৷ বিরোধী দলের নেতাদের যোগীরাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ মুখ্য সচিবের নির্দেশ, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়ার বিমান যেন নামতে দেওয়া না হয়। 

এদিকে, লখিমপুরের ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কৃষকদের সংগঠন সংযুক্ত কিষান মোর্চা। সোমবার দুপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় জেলাশাসকের অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, ইতিমধ্যেই পঞ্জাব ও হরিয়ানা থেকে প্রতিবাদী কৃষকরা উত্তরপ্রদেশে আসতে শুরু করে দিয়েছেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fifteen =