কলকাতা: নতুন অর্থবর্ষের শুরুতেই যাবতীয় রেকর্ড ভেঙে ৭৪ হাজারের গন্ডি পেরিয়ে গিয়েছে সেনসেক্স। ১ এপ্রিল ৩৬৩ পয়েন্ট বেড়ে বন্ধ হয় বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই। অন্যদিকে নিফটির গ্রাফ বেড়েছে ১৩৫ পয়েন্ট৷ সোমবার বাজার বন্ধের সময় যা পৌঁছে গিয়েছিল ২২,৪৬২-তে।
শেয়ার বিশেষজ্ঞদের দাবি, মঙ্গলবারও চাঙ্গা থাকবে বাজার। ট্রেডারদের স্মল ক্যাপ ও পেনি স্টকের দিকে বেশি করে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মঙ্গলবার দুর্দান্ত পারফরম্যান্স করতে পারে যে পাঁচটি শেয়ার-
অশোক লেল্যান্ড: যাঁরা দীর্ঘ সময়ের জন্য লগ্নি করতে চাইছেন, তাঁদের গাড়ি নির্মাণকারী সংস্থার স্টক কেনার কথা বলেছে ব্রোকারেজ ফার্ম। মাত্র ১৭৪ টাকায় পাওয়া যাচ্ছে অশোক লেল্যান্ডের শেয়ার। যার টার্গেট ১৮৪ টাকা এবং স্টপ লস যথাক্রমে ১৭০ টাকা সেট করা হয়েছে।
প্রেস্টিজ: রান্না ঘরের সামগ্রী নির্মাণকারী এই সংস্থার স্টকের দাম উঠেছে ১২৬৪ টাকা। এটিও রয়েছে বাই ক্যাটেগরিতে৷ মনে করা হচ্ছে, দিনের শেষে ১৩৬৭ টাকা পর্যন্ত উঠতে পারে এর দর। এর স্টপ লস ১৩০০ টাকা ধার্য করা হয়েছে।
নাইকা: ১৬৪.৫৫ টাকায় মিলছে নাইকার স্টক। বিশেষজ্ঞদের নজরে শর্ট টার্ম লগ্নির জন্য এটি একেবারেই আদর্শ৷ ১৬০ টাকা এর স্টপ লস৷ টার্গেট ১৭২ টাকা সেট করা হয়েছে৷
পরাগ মিল্ক: গত কয়েকদিন ধরে বাজারে ঝড় তোলা পরাগ মিল্কের স্টক মঙ্গলে মাল্টিব্যাগার হতে পারে। ২১৪.৫০ টাকা মূল্যের এই শেয়ারে পাওয়া যাচ্ছে বাই ক্যাটেগরি। এতে টার্গেট ২২৫ টাকা ও স্টপ লস ২০৮ টাকা সেট করেছে ব্রোকারেজ ফার্ম।
এলটি ফুডস: ১৯৯ থেকে ২০০ টাকায় বিক্রি হওয়া এলিট ফুডসের স্টকে ওঠা পড়া চলছে। এতে বুলিশ ট্রেন্ডের সম্ভাবনা রয়েছে। এর টার্গেট ২১২ টাকা এবং স্টপ লস ১৯৪ টাকা ধার্য করা হয়েছে।