যাদবপুরকাণ্ডে প্রাক্তন ও বর্তমান মিলিয়ে গ্রেফতার আরও চার ছাত্র, আটক দুই পড়ুয়াও

যাদবপুরকাণ্ডে প্রাক্তন ও বর্তমান মিলিয়ে গ্রেফতার আরও চার ছাত্র, আটক দুই পড়ুয়াও

 কলকাতা: যাদবপুরে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে যাদবপুরকাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা সাত৷ এ ছাড়াও আরও দু’জন পড়ুয়াকে আটক করা হয়েছে৷ তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা। বুধবারই ধৃত চার জনকে আদালতে তোলা হবে৷ তাদের হেফাজতে পাওয়ার চেষ্টা করবে পুলিশ। মর্মান্তিক ঘটনার রাতে ধৃত সাত জনেরই উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে জানতে পেরেছে পুলিশ।

সূত্রের খবর, ধৃত মহম্মদ আরিফ জম্মুর বাসিন্দা। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া। যাদবপুরের মেন হোস্টেলের আবাসিক। অপর এক পড়ুয়া আসিফ আফজল আনসারি যাদবপুরের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া। তিনি পশ্চিম বর্ধমানের বাসিন্দা। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া অঙ্কন সরকারের বাড়ি উত্তর ২৪ পরগনা৷  যাদবপুরের সংস্কৃত বিভাগের প্রাক্তন পড়ুয়া অসিত সর্দার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার বাসিন্দা৷  গতকাল রাতে এই চার জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে অসিত ছাড়া সকলেই বর্তমান পড়ুয়া। এ ছাড়া মেদিনীপুর এবং মথুরাপুর থেকে আরও দুই ছাত্রকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর ৩টেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায় এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলবেন যুগ্ম কমিশনার (অপরাধ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 6 =