কলকাতা: ভারী বর্ষণের জেরে বর্তমানে কার্যত বানভাসি উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই ধস নেমেছে, নদীগর্ভ ফুঁসে উঠেছে। এরই মধ্যে আবহাওয়া দফতর তরফে জানানো হল, এখনই বদল হবে না পরিস্থিতি। আগামী ৭২ ঘণ্টা উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের ৫ জেলা ভাসবে প্রবল বৃষ্টিপাতে।
আজ, বৃহস্পতিবার সকালে আলিপুর আবহাওয়া দফতর তরফে একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আগামী শনিবার ২৬ সেপ্টেম্বর ও রবিবার ২৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। যার পরিমান হবে প্রায় ৭০ থেকে ২০০ মিলিমিটার। রবিবার সকালের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমতে শুরু করবে। কিন্তু রবিবারও সারাদিন পাহাড়ি এলাকার ওই পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের বাকি ৩ জেলা যথা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টিপাত হলেও তার পরিমাণ অন্যান্য জেলাগুলির তুলনায় কম থাকবে। কিন্তু পাশাপাশি জানানো হয়েছে, ওই ৩ জেলার কয়েকটি অংশে আগামী ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে রবিবার থেকে মেঘ সরে যাবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলা গুলিতে ব্যপক বর্ষণের পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় শনিবার পর্যন্ত কলকাতা, দুই পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা কম থাকবে। হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। সেক্ষেত্রে শুধুমাত্র মুর্শিদাবাদ ও নদিয়ার কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ এই দুই জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।