দেশে ২৫ অনুর্ধ্ব স্নাতকদের ৪২ শতাংশই বেকার! তিমিরে মোদী প্রতিশ্রুতি, বলছে রিপোর্ট

দেশে ২৫ অনুর্ধ্ব স্নাতকদের ৪২ শতাংশই বেকার! তিমিরে মোদী প্রতিশ্রুতি, বলছে রিপোর্ট

42 percent

কলকাতা:  ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশ থেকে বেকারত্ব ঘোচাবেন৷ কিন্তু, বাস্তবে দেখা যাচ্ছে সেই নির্বাচনী প্রতিশ্রুতি আর বাস্তব পরিস্থিতির মধ্যে আকাশ-পাতাল ফারাক৷ সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য৷ 

বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের তৈরি এই রিপোর্ট বলছে, সাম্প্রতিক কালে আমাদের দেশে বেকারত্বের যে ছবি দেখা যাচ্ছে, তা প্রাক-করোনা সময়কালের চেয়েও উদ্বেগজনক। দেখা যাচ্ছে, দেশের অনুর্ধ্ব ২৫ স্নাতক যুবক-যুবতীদের মধ্যে ৪২.৩ শতাংশই বেকার৷ দিনে দিনে বাড়ছে এই ‘শিক্ষিত বেকার’ দের সংখ্যা। ছোট থেকে নিরবচ্ছিন্ন পড়াশোনা সম্পন্ন করলে একজন পড়ুয়া সাধারণত ২০-২১ বছর বয়সেই স্নাতক উত্তীর্ণ হন। এই রিপোর্ট অনুযায়ী, স্নাতক পাশ করার তিন-চার বছর পরেও কর্মসংস্থান জোটেনি লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ-তরুণী। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের ওই রিপোর্টে আরও বলা হয়েছে, যাঁদের বয়স ২৫ থেকে ২৯ বছরের মধ্যে, তাঁদের মধ্যে প্রায় ২২.৮ শতাংশ এখনও চাকরি খোঁজে রয়েছেন। ৩০ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ৯.৮ শতাংশ। এই রিপোর্ট তুলে ধরে রবিবার কংগ্রেস নেতা শশী থারুর বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের মধ্যে নানা বিভ্রান্তি জিইয়ে রাখতে সবরকম প্রচেষ্টা চালিয়ে গিয়েছে৷ দেশবাসীও সেসব নিয়ে তর্কে মেতেছে। এদিকে বেকারত্ব এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যে সব সীমা ছাড়িয়ে যাচ্ছে, সেদিকে কারও হুঁশ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *