৪২-এও ঝরে পড়ছে লাস্য! ব্ল্যাক মিনিস্কার্ট, সিল্কের ব্রালেটে আগুন ধরলেন নেট পাড়ায়

৪২-এও ঝরে পড়ছে লাস্য! ব্ল্যাক মিনিস্কার্ট, সিল্কের ব্রালেটে আগুন ধরলেন নেট পাড়ায়

মুম্বাইঃ বলি পাড়ায় কান পাতলেই শোনা যায় নানান গুঞ্জন। কারোর ঘর ভাঙার গুঞ্জন তো কারোর সম্পর্কে পড়ার গুঞ্জন। এমনই মুখরোচক নানা খবর রোজই তোলপাড় করে বলি পাড়াকে। যা শুনতে এবং জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। আজ এমনই তিনটে খবর রয়েছে আপনাদের জন্য যা আপনাকে দেবে অজানা তথ্যের সন্ধান।

প্রথমেই যাঁর কথা বলব তিনি হলেন 42 বছরের শ্বেতা। তবে তার কাছে বয়সটা যেন সংখ্যা মাত্র। কারণ শ্বেতাকে দেখে মনেই হবে না তার মেয়ের বয়স ২২ বছর। এতটাই লাবণ্যময়ী শ্বেতা। সম্প্রতি তার শেয়ার করা বেশ কিছু ছবি আলোড়ন ফেলেছে। ব্ল্যাক মিনিস্কার্ট, সিল্কের ব্রালেটে মোহময়ী শ্বেতা। চোখে মুখে ঝরে পড়ছে লাস্যময়তা। মুম্বাইয়ের একটি হোটেলে এই অবতারেই দেখা গিয়েছে ৪০ উর্দ্ধ শ্বেতাকে। 

আলো-আঁধারিতে নানান পোজ দিয়েছেন অভিনেত্রী গলা এবং হাতে রয়েছে ভারি জুয়েলারি। জীবন নিয়ে যেন মাতোয়ারা অভিনেত্রী। পোস্ট করার ছবির ক্যাপশনে যেন সেই ইঙ্গিত। ছবির নীচে ক্যাপশনে লিখেছেন ‘হাই উইথ লাইফ।’ শ্বেতার এই লুক দেখে হইচই পড়ে গিয়েছে নেট মাধ্যমে। অনুরাগী মহল তার এই ছবিতে এঁকে দিয়েছেন ভালোবাসার চিহ্ন। অনেকেই বলেছেন মেয়ের থেকেও বেশি লাস্য ঝরে পড়ছে। 

একতা কপূরের ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচিতি গড়ে তোলেন শ্বেতা। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিন্দি ধারাবাহিকে অভিনয় করে যান তিনি।
খুব কম সময়ের মধ্যে নিজস্ব অনুরাগী মহলও তৈরি করে ফেলেন শ্বেতা। ইতিমধ্যে ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা ৪৪ লক্ষের গণ্ডি পার করে ফেলেছেন তিনি।

এরপর যার কথা বলবো তিনি হলেন ওয়ামিকা গাব্বি। চিনতে পারছেন না তাইতো? চিনবেন কি করে! ১৬ বছর বলি ইন্ডাস্ট্রিতে থাকার পরও সেভাবে প্রচারের আলোয় মুখ দেখাতে পারেননি এই অভিনেত্রী। থেকে গিয়েছেন অন্তরালেই। তাইতো অভিমানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অভিনয় ছেড়ে শুরু করবেন ব্যবসা।

‘জব উই মেট’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন ওয়ামিকা। প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় ‘গ্রহণ’ ওয়েব সিরিজে। তার অভিনয় দর্শকদের মন কারে। জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জুবিলি’ ওয়েব সিরিজ দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। ফের তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। আর যার কারণে ঝড়ের বেগে বৃদ্ধি পেয়েছে তার অনুরাগীর সংখ্যা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে নায়িকার অনুরাগীর সংখ্যা প্রায় 22 লক্ষ্যের গণ্ডি পার করে ফেলেছে। কিন্তু এহেন সফলতা পাওয়ার পরেও অভিনেত্রী অভিনয় ছেড়ে ব্যবসায় কথা ভাবলেন কেন?

তার নেপথ্যে কারণ এই ‘জুবলি’ ওয়েব সিরিজ। ভাবছেন সেখানে তো ওয়ামিকা অভিনয় করেছেন তারপরও এই ওয়েব সিরিজের কারণে কেন তিনি অভিনয় ছাড়ার কথা ভাবতে যাবেন! এখানেই তো গল্পের টুইস্ট। এতটাও সহজ ছিল না ‘জুবিলি’ ওয়েব সিরিজে চান্স পাওয়া। আসলে জুবলি ওয়েব সিরিজের জন্য বহুবার স্ক্রিন টেস্টে বাতিল হয়ে যান অভিনেত্রী। আর তখনই অভিনয় ছেড়ে ব্যবসা করার কথা ভাবনা চিন্তা করেন। পাশাপাশি তার instagram অ্যাকাউন্টে একাধিক রিল শেয়ার করতে থাকেন ওয়ামিকা। আর তাতেই তার ভাগ্য খুলে যায়। সেই রিলে চোখে পড়ে ‘জুবিলি’ ওয়েব সিরিজের পরিচালকের। পরিচালক বিক্রমাদিত্য তার কাছে অফার পাঠান। আর তাতে রাজিও হয়ে যান ওয়ামিকা। ফাটিয়ে করেন অভিনয়। মন ছুঁয়ে যায় দর্শকদের। ব্যবসার ভূত মাথা থেকে নামিয়ে আপাতত অভিনয়েই রয়েছেন অভিনেত্রী। পাঞ্জাবি কন্যাকে এরপর দেখা যাবে একটি অ্যামাজন প্রাইমে ‘মডার্ন লাভ চেন্নাই’ ওয়েব সিরিজে। 

এরপর যার কথা বলবো তিনি বহু চর্চিত অভিনেত্রী আশকা গোরাদিয়া। হিন্দি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পদার্পণ। তবে এখন তিনি অভিনয় থেকে শত হস্ত দূরে। ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রীর গায়ে লেগেছিল সমকামী তকমা। আর সেই অভিনেত্রীই কিনা মা হতে চলেছে! ভ্রু কুঁচকেছেন অনেকে। 

কীভাবে অভিনেত্রী আশকার নামের সঙ্গে সমকামী তকমা জুড়ল? বিগ বস রিয়েলিটি শোয়ের ষষ্ঠ পর্বে প্রতিযোগী ছিলেন আশকা। সেখানেই তাকে কটাক্ষের শিকার হতে হয়। অভিনেত্রী সানা খানের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন বলে পর্দায় দেখানো হয়। সমাজ মাধ্যমে সেরকম নানা ভিডিও ছড়িয়ে পড়ে। তবে পুরনো এক সাক্ষাৎকারে আশকা দাবি করেছিলেন, রিয়েলিটি শোয়ে ভুল ভাবে তার যৌন পরিচয় দেওয়া হয়েছিল। আশকা বলেন, সানার এলার্জির সংক্রমণ বেড়ে গিয়েছিল। আর যার জন্যই বাম লাগাতে কম্বলের তলায় তিনি হাত ভরেছিলেন। আর সেই দৃশ্যই কাটছাঁট করে দেখানো হয়েছিল পর্দায়। যা দেখে সকলেই তাকে সমকামী ভাবতে শুরু করেন।

বিয়ের পর অভিনয়ে জগত থেকে নিজেকে দূরে সরিয়ে নেন আজকা বর্তমানে স্বামী ব্রেনের সঙ্গে থাকেন গো ভাই সেখানেই নিজস্ব একটি যোগ প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন। শুধু তাই নয় জনপ্রিয় একটি প্রসাধনী সমস্ত রয়েছে অভিনেত্রী তবে অভিনয় জগৎ থেকে সরে গেলেও নেট মাধ্যমে তার অনুরাগের সংখ্যা নিহাত কম নয় ইনস্টাগ্রামে তার অনুরাগের সংখ্যা ১২ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।  আর সেখানেই তিনি তার পরিবারে নতুন অতিথি আসার খবর শেয়ার করে নিয়েছেন। যার কারণে আরও একবার লাইম লাইটে এলেন আশকা। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =