পঞ্চায়েতে একাধিক শূন্যপদে নিয়োগ, শুরু আবেদন

নতুন বছরে রাজ্যের গ্রামাপঞ্চায়েতে কয়েকশো কর্মসংস্থান সৃষ্টি হতে চলছে৷ এই শূন্যপদের সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়৷ সংশ্লিষ্ট পদের নাম গ্রামীণ সম্পদ কর্মী৷ এই পদে আবেদনের জন্য ফি লাগবে না বলে জানা গিয়েছে৷ আবেদন করতে হবে অনলাইনে৷ নূন্যতম মাধ্যমিক বা সমতূল্য পরীক্ষায় পাশ হলেই এই পদে আবেদনের জন্য বিবেচ্য হবেন৷

কলকাতা: নতুন বছরে রাজ্যের গ্রামাপঞ্চায়েতে কয়েকশো কর্মসংস্থান সৃষ্টি হতে চলছে৷ এই শূন্যপদের সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়৷ সংশ্লিষ্ট পদের নাম গ্রামীণ সম্পদ কর্মী৷ এই পদে আবেদনের জন্য ফি লাগবে না বলে জানা গিয়েছে৷ আবেদন করতে হবে অনলাইনে৷ নূন্যতম মাধ্যমিক বা সমতূল্য পরীক্ষায় পাশ হলেই এই পদে আবেদনের জন্য বিবেচ্য হবেন৷

আবেদনকারী বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে৷ তবে এই পদের প্রত্যেক আবেদনকারীকেই ওই জেলার বাসিন্দা হতে হবে৷ শুধু তাই নয় আবেদনকারী যে ব্লকের জন্য আবেদন করবেন তাঁকে ওই ব্লকের অধিবাসী হতে হবে৷ আবেদন শুরু হচ্ছে আজ, সোমবার  থেকে ৩ মার্চ পর্যন্ত৷ এই পদের পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখ এখনও প্রকাশ করা হয়নি৷ পরীক্ষার ১০ দিন আগে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আডমিট কার্ড ডাউনলোড করা যাবে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *