১০ বছরের বালকের মূত্রথলি থেকে উদ্ধার ৪০০ গ্রাম ওজনের পাথর

১০ বছরের বালকের মূত্রথলি থেকে উদ্ধার ৪০০ গ্রাম ওজনের পাথর

কলকাতা: ১০ বছরের এক বালকের মূত্রথলি থেকে উদ্ধার ৪০০ গ্রাম ওজনের পাথর! ওই বালক মালদহের বাসিন্দা। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগে চিকিসা করা হয় তাঁর। জন্মগতভাবে ওই কিশোরের মূত্রথলি না থাকায়, ২০১৪ শল্য চিকিৎসার মাধ্যমে তা তৈরি করা হয়৷ 

সম্প্রতি ইউরিনারি ট্র্যাক্ট সংক্রমণের (ইউটিআই) সমস্যা দেখা দিয়েছিল ওই বালকের৷ তড়িঘড়ি তাকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে। ইউএসজি ও অন্যান্য পরীক্ষানিরীক্ষার পর দেখা যায় ওই বালকের মূত্রথলিজুড়ে রয়েছে বিশালাকার পাথর। সেজন্যেই বারবার সংক্রমণ হচ্ছে। অবশেষে শুক্রবার কলকাতা মেডিক্যাল কলেজের বিভাগীয় প্রধান ডাঃ সুজয় মৈত্র এবং আরএমও ডাঃ মিত্রজিৎ মল্লিক ওপেন সার্জারি করে ওই বালকের মূত্রথলি থেকে পাথর বের করে আনেন।  ডাঃ মৈত্র বলেন, ‘এত অল্প বয়সে মূত্রথলিতে এত বড় আকারের পাথর থাকার ঘটনা আমার জানা নেই।’ চিকিৎসকরা জানিয়েছেন, পাথরের নমুনা বায়োপসির জন্য পাঠানো হয়েছে৷ অন্যান্য পরীক্ষাও করা হচ্ছে। অপারেশন পরবর্তী সময়ে কিডনি ঠিকঠাক কাজ করছে কিনা, তা দেখার জন্য কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে৷ সব কিছু ঠিক থাকলে ছুটি দিয়ে দেওয়া হবে।