job seeker
কলকাতা: চাকরির দাবিতে পথে নেমেছিলেন তাঁরা। গত ২২ ডেসেম্বর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হন ৫৯ জন৷ এরমধ্যে ৫৫ জনই মহিলা প্রার্থী। দু’দিন আগেই জামিন পেয়ে গিয়েছেন তাঁরা। তবে চারজন পুরুষ চাকরি প্রার্থীকে জেল হেফাজতে পাঠানো হয়। এই চার চাকরিপ্রার্থীদের তিন দিন বন্দি রাখার পর ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছিল পুলিশ৷ সেই আবেদন খারিজ করে চার চাকরিপ্রার্থীকে জামিন দিল আলিপুর আদালত৷ জামিন পেয়ে আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়লেন চাকরিপ্রার্থী৷ মুক্তির পর তাঁরা বলেন, আমরা মানসিকভাবে বিপর্যস্ত৷ তিন দিন ধরে খাওয়া ঘুম নেই৷ এখন শুধু বাড়ি ফিরতে চাই৷ সোমবার ২ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাঁদের৷ ৩০ জানুয়ারি ফের হাজিরা দিতে হবে। এই সময়ের মধ্যে কোনও ভাবেই তাঁরা হাই সিকিউরিটি জোনে যেতে পারবেন না। নির্দেশ আদালতের৷