বাংলায় ফের ৩ দিনের বাস ধর্মঘট! ফের লাটে উঠবে পরিষেবা?

বাংলায় ফের ৩ দিনের বাস ধর্মঘট! ফের লাটে উঠবে পরিষেবা?

কলকাতা: রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিল বাস ও মিনিবাস সংগঠনগুলি। চলতি মাসের ২৮, ২৯ ও ৩০ তারিখ সারা রাজ্যে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সূত্রে খবর, কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পৃথক দাবি রয়েছে সংগঠনগুলির। করোনা পরবর্তীকালে যথেচ্ছভাবে আরোহীদের কাছ থেকে ভাড়া আদায় করে নেওয়ার পরও ক্ষতি পুষিয়ে পারেনি বাস সংগঠনগুলি। তাই এবার ধর্মঘটের ডাকে বাস সংগঠনের।

বিগত কয়েক মাস ধরে দেশজুড়ে উত্তরোত্তর বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। তার মধ্যে করোনাকালে লকডাউনের সময় প্রায় দু’মাস রাস্তায় নামেনি বাস ও মিনিবাসগুলি। তারপর থেকেই বিভিন্ন রুটে বিভিন্ন রকমের দাম আদায় করতে থাকে বাস মালিকরা। এবার শুধু মর্জি মতো ভাড়া হেঁকেও ক্ষান্ত হলেন না বাস সংগঠনগুলির কর্মকর্তারা। মঙ্গলবার শহরে বাস ও মিনিবাস সংগঠনগুলির যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি রাজ্য জুড়ে বাস বনধের ডাক দেওয়া হবে।

সংগঠন সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে তাদের দাবি ডিজেলের দামের উপর জিএসটি বসাতে হবে। অপরদিকে, রাজ্য সরকারের কাছে তারা বাসের ভাড়া পুনর্বিন্যাসের দাবি জানাচ্ছে। লকডাউন পরবর্তীকালে রাজ্য সরকারের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি গঠন করার কথা ছিল। যে কমিটির সুপারিশ অনুযায়ী ভাড়া বাড়াবে বাস ও মিনিবাস সংগঠনগুলি। কিন্তু তা না হওয়ায় এবারে ধর্মঘটের পথ ধরল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − ten =