অধীর-সহ লোকসভার ৩০ জনের বেশি সাংসদকে সাসপেন্ড

অধীর-সহ লোকসভার ৩০ জনের বেশি সাংসদকে সাসপেন্ড

mps suspended

নয়াদিল্লি: একদিনেই লোকসভা থেকে সাসপেন্ড ৩১ জন সাংসদ। তালিকায় রয়েছে কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও৷  ‘অসংসদীয় শব্দ’ ব্যবহারের অভিযোগে গত বাদল অধিবেশনেও সাসপেন্ড করা হয়েছিলেন লোকসভার কংগ্রেস দলনেতাকে৷ সোমবার শীতকালীন অধিবেশন থেকেও সাসপেন্ড করা হল অধীর চৌধুরীকে। সেই সঙ্গে আরও ৩০ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

সোমবার অধিবেশনের শুরুতেই পাস হয়ে যায় পোস্ট অফিস বিল। প্রতিবাদে তুমুল হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। এপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বক্তব্য রাখছেন তখন নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিৎকার করতে থাকেন বিরোধীরা৷ তুমুল হইচই শুরু হয় সংসদ কক্ষে। যার জেরে প্রথমে দুপুর ২টো ৪৫ মিনিট, পরে তিনটে পর্যন্ত সভার কাজ মুলতুবি হয়ে যায়। এর পরেও পরিস্থিতি শান্ত না হওয়ায় অধীর-সহ ৩০ জনের বেশি সাংসদকে সাসপেন্ড করে দেন স্পিকার ওম বিড়লা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eight =