৩১ মার্চের আগে সেরে ফেলুন এই ৫ কাজ, না হলেই জরিমানা !

৩১ মার্চের আগে সেরে ফেলুন এই ৫ কাজ, না হলেই জরিমানা !

3 stocks recomended

 কলকাতা: চলছে ইয়ার এন্ডিং-এর মাস৷ মার্চ শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সেই সঙ্গে শেষ হয়ে যাবে ২০২২-২৩ অর্থবর্ষ৷ ফলে আর্থিক দিক থেকে মার্চ মাসটি খুবই গুরুত্বপূর্ণ। মাস ফুরনোর আগে বেশ কয়েকটি কাজ শেষ করতে না পারলেই বিপদ৷ ভুগতে হতে পারে আপনাকে। কারণ, ৩১ মার্চের মধ্যে এই সব কাজের নিষ্পত্তি না করলে পরবর্তীতে জরিমানা গুনতে হতে পারে আপনাকে৷ জেনে নিন, কোন কোন কাজ সেরে ফেলতে হবে এই সময়ের মধ্যে।

আরও পড়ুন- বিলুপ্ত হওয়ার পথে ২০০০ টাকার নোট! ATM-এ আর মিলবে কিনা প্রশ্ন

 ১. প্যান আধার লিঙ্ক-  ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ অতীতেও প্যান ও আধার লিঙ্ক করানোর সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে। তবে এবার আয়কর বিভাগ স্পষ্ট করে দিয়েছে, নতুন করে আর সময়সীমা আর বাড়ানো হবে না। আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করালে আপনার প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। এর পর আপনাকে ১০,০০০ টাকা জরিমানা দিয়ে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে হবে। প্যান নিষ্ক্রিয় হয়ে পড়লে, আপনি আর আইটি রিটার্নও ফাইল করতে পারবেন না।

২. মিউচুয়াল ফান্ডে মনোনয়ন- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের কাছে ৩১ মার্চ তারিখটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি বিনিয়োগকারীদের ৩১ মার্চের মধ্যে মিউচুয়াল ফান্ডে মনোনয়নের কাজ শেষ করতে বলেছে। এই সময়সীমার মধ্যে এই কাজ সম্পন্ন করতে না পারলে বিনিয়োগকারীদের পোর্টফোলিওই ফ্রিজ হয়ে যাবে। নতুন করে শুরু করতে আপনাকে ফের সমস্ত বিবরণ জমা দিতে হবে। তাই নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগেই এই কাজটি শেষ করে ফেলুন।
 

৩. ট্যাক্স সাশ্রয়ের সময়সীমা- ২০২২-২৩ অর্থবর্ষে কর ছাড় পেতে হলে ট্যাক্স সেভিং স্কিমে অবিলম্বে বিনিয়োগ করুন৷ এটাই শেষ সুযোগ। আয়করের ধারা ৮০সি-এর অধীনে দেড় লক্ষ টাকা ছাড় পেতে হলে আপনি পিপিএফ (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা, ট্যাক্স সেভার এফডি-র মতো প্রকল্পগুলিতে বিনিয়োগ করার এটাই শেষ সুযোগ।

৪. পিপিএফ (PPF) ও এসএসওয়াই (SSY)-এ ন্যূনতম বিনিয়োগ- আপনি যদি চলতি অর্থবর্ষে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় ন্যূনতম পরিমাণ বিনিয়োগও করে না থাকেন, তাহলে ৩১ মার্চের আগেই করে ফেলুন। কারণ, ন্যূনতম বিনিয়োগ না করলে আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে। সেক্ষেত্রে জরিমানা গুণে তবেই নতুন করে অ্যাকাউন্ট চালু করতে পারবেন। এই পরিস্থিতি এড়াতে স্বল্প সঞ্চয় অ্যাকাউন্টগুলিতে আজই ন্যূনতম টাকা জমা করুন।

৫. প্রধানমন্ত্রী বয়োঃ বন্দনা যোজনার সময়সীমা- ৬০ বছর বয়সের পরে পেনশনের নিরাপত্তা পেতে চাইলে বিনিয়োগ করুন প্রধানমন্ত্রী বয়োঃ বন্দনা যোজনায়৷ সরকারের এই প্রকল্পে বিনিয়োগের সময়সীমা শেষ হচ্ছে ৩১ মার্চ ২০২৩৷ এখনও পর্যন্ত সরকার এই প্রকল্পের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেনি। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে আপনি খুব সহজেই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পের অধীনে জমা তহবিলে ৭.৪ শতাংশ রিটার্ন পাওয়া যায়। আপনি বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে এই প্রকল্পের অধীনে প্রাপ্ত পেনশন তুলতে পারবেন।