ডিসেম্বরের গোড়ায় তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি, ফের কবে নামবে পারদ?

ডিসেম্বরের গোড়ায় তাপমাত্রা বাড়ল ৫ ডিগ্রি, ফের কবে নামবে পারদ?

কলকাতা: ডিসেম্বরের দোরগোড়ায় তড়তড়িয়ে বাড়ল পারদ৷ শুরুতেই ধাক্কা খেল শীত৷ হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৫ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী ২৪ ঘণ্টা আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। 

আরও পড়ুন- উপরাষ্ট্রপতি হওয়ার পর কলকাতায় প্রথমবার ধনকড়, কোথায় গেলেন

এই তাপমাত্রা বৃদ্ধির কারণ কী? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেয়েছে। তা ছাড়া উত্তুরে হাওয়ার দাপটও তেমন জোরালো নয়। ফলে স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তেমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 
 

যদিও বৃহস্পতিবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দু’দিন পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবার শীতের আমেজ অনুভূত বলে জানাচ্ছেন আবহবিদরা। মাস শেষে পারদ চড়লেও এই নভেম্বরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে পৌঁছেছিল। যার জেরে শীত আসার আগেই বেশ কনকনে ঠান্ডা অনুভূত হয়েছিল কলকাতায়। ঠাণ্ডা ভাব ছিল পার্শ্ববর্তী জেলাগুলিতেও৷