রাজস্থানে তিনশোর বেশি শিশু করোনা আক্রান্ত

রাজস্থানে তিনশোর বেশি শিশু করোনা আক্রান্ত

জয়পুর: কর্ণাটকের পর রাজস্থান! রাজস্থানের দুঙ্গারপুরে শিশু ও কিশোর-কিশোরী মিলিয়ে তিনশোরও বেশি করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে৷ স্বাস্থ্য আধিকারিকেরা এই ঘটনায় কড়া নির্দেশিকা জারি করলেও, এ প্রসঙ্গে স্বাস্থ্য দফতরের তরফে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া হয়েছে৷ রাজস্থানের এই এলাকা গুজরাতের সীমানায় অবস্থিত৷ এই জেলায় এত শিশুর করোনা পজিটিভ হওয়ার খবরে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে৷

জানা গিয়েছে গত ১২ মে থেকে মাত্র দশ দিনের ব্যবধানে গুজরাটের সীমান্ত সংলগ্ন এই জেলায় ৩১৫ জন শিশু ও কমবয়সিদের আক্রান্ত হওয়ার খবর মিলেছে৷ সদ্যোজাত থেকে ৯ বছর পর্যন্ত প্রায় ৬০ জন, এর থেকে বেশি বয়সি ৯ থেকে ১৯ বছরের মধ্যে ২৫৫ জন করোনা আক্রান্ত হয়েছে। স্বাভাবিক ভাবেই এই পরিসংখ্যানে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের কপালে। তবে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তৃতীয় ঢেউ শুরু হয়েছে, এমন কোনও সম্ভাবনাই দেখা যায়নি। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সমস্ত করোনা আক্রান্ত শিশু ও কিশোর-কিশোরীদের সঠিক চিকিৎসা শুরু করা গিয়েছে৷ ওষুধ দেওয়া হয়েছে, তাদের তদারকি চালানো হচ্ছে। বিশাল সেফ হোম তৈরি করা হয়েছে। অক্সিজেন কনসেনট্রেটর ও অন্যান্য সরঞ্জাম মজুত রাখা হয়েছে। তাছাড়া শিশুদের চিকিৎসার জন্য শিশু বিভাগগুলিকে আলা্দা ভাবে প্রস্তুত করা হয়েছে।

প্রসঙ্গত, করোনার প্রথম ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার খবর অতটা শোনা যায়নি৷ তবে দ্বিতীয় ঢেউয়ে কিন্তু শিশু ও কমবয়সিদের আক্রান্ত হওয়ার খবর একের পর এক সামনে আসছে। এহেন পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে তৃতীয় ঢেউ নিয়ে। যা কমবয়সিদের, বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক হওয়ার সম্ভাবনা। তাই এর মোকাবিলা করতে এখন থেকেই বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। এর জন্য দরকার যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষকে টিকা প্রদান করা, তাতে পরবর্তী সংক্রমণের ঢেউগুলিকে আটকানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − two =