কলকাতা: বিধায়ক শওকত মোল্লাকে খুনের ছক বানচাল৷ পুলিশি তৎপরতায় আটক তিন দুষ্কৃতী। তাদের মধ্যে দু’জন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী বলে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে জীবনতলা থানার পুলিশ।
আরও পড়ুন- ‘এবারে হবে না, পরের বার আসবেন’, নিজ কেন্দ্রেই ভোট দিতে পারলেন না অগ্নিমিত্রা
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তারা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে খুনের ছক কষছিল দুষ্কৃতীরা৷ গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহভাজনদের ফোনে আড়িপাতে পুলিশ। তখনই শওকত মোল্লাকে খুনের পরিকল্পনার কথা জানতে পারে তারা। পুলিশ গোটা বিষয়টা জানতে পেরেছে বুঝেই ৩ অভিযুক্ত ও আরও এক ব্যক্তি দিল্লি পালানোর ফন্দি আঁটে। কিন্তু তা আর সম্ভব হয়নি৷ তার আগেই পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে চারটি বন্দুক ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি গাড়িও।
তিন ধৃতের নাম যথাক্রমে আশরাফ সর্দার, মোজাফফর মোল্লা ও আসমত শেখ। এ বিষয়ে শওকত মোল্লা বলেন, “পুলিশের তৎপরতায় খুনের পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন আইএসএফ কর্মী। একজনের বিরুদ্ধে বেশ কয়েকটি খুনের অভিযোগ আছে। এর আগে খুনের অভিযোগে জেলও খেটেছে সে।” জানা গিয়েছে, আশরাফের বাড়ি ক্যানিংয়ের জীবনতলা এলাকায়। দীর্ঘদিন ধরেই সে এলাকাছাড়া৷ পুলিশের নজর এড়িয়ে আশ্রয় নিয়েছিল ঘুটিয়ারি শরিফে৷ অন্যদিকে আসমত ও মোজাফফরের বাড়ি ঘুটিয়ারি শরিফেই। ৩ অভিযুক্তকেই ঘুটিয়ারি শরিফ থেকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷