শুরু হচ্ছে টিকাকরণের দ্বিতীয় ধাপ! কীভাবে নাম নথিভুক্ত করবেন? জানুন বিস্তারিত

আজ সকাল ৯টা থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ

নয়াদিল্লি: আজ থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ। দেশের প্রবীন নাগরিক অর্থাৎ ৬০ বছরের বেশি বয়সী নাগরিকরা এই পর্যায়ে টিকা নিতে পারবেন। এছাড়া ৪৫ বছরের বেশি বয়সী ব্যক্তি যাদের করোনার উপসর্গ রয়েছে, তাঁরাও দ্বিতীয় পর্যায়ে করোনা টিকা গ্রহণ করতে পারবেন। টিকাকরণের এই দ্বিতীয় ধাপে পৌঁছে নাগরিকরা কীভাবে টিকা নেবেন, তারই একটি গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র সরকার।

করোনা টিকা নেওয়ার জন্য প্রথমে নিজের নাম নথিভুক্ত করাতে হবে। এই কাজের জন্য দরকার একটি মোবাইল অ্যাপের। এছাড়া অনলাইন ওয়েবসাইটের মাধ্যমেও নাম নথিভুক্ত করা যাবে। www.cowin.gov.in এই ওয়েবসাইটে গিয়ে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে হবে। আজ ১ মার্চ সকাল ৯টা থেকে পোর্টাল খুলবে বলে জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, “দেশের মানুষ করোনা সংক্রমণের জন্য যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা পেরিয়ে যাওয়ার জন্য ভারত সরকার সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সরকারের উপদেশাবলী আর কাজ দেশে করোনা ছড়িয়ে পড়া আটকাতে সাহায্য করেছে।” COWIN 2.0  পোর্টাল ছাড়াও আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমেও মানুষ টিকা নিতে পারবেন বলে জানা গেছে। এর জন্য তাঁরা যে কোনো সময় দেশের যে কোনো প্রান্ত থেকেই নিজের নাম নথিভুক্ত করাতে পারবেন।

উল্লেখ্য, এর আগে বিবৃতির মাধ্যমে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল বেসরকারি হাসপাতাল গুলিতে দ্বিতীয় পর্যায়ের এই করোনা টিকাকরণ বিনামূল্যে হবে না। ভ্যাকসিনের প্রতি ডোজের জন্য নির্দিষ্ট দাম ধার্য করা হয়েছিল। বলা হয়েছিল, ডোজ প্রতি ভ্যাকসিনের জন্য মানুষকে দিতে হবে ২৫০ টাকা। তবে সরকারি হাসপাতালে এখনও বিনামূল্যেই টিকা পাওয়া যাবে। এদিন সকালে প্রবীন নাগরিক হিসেবে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + eleven =