অনাথ সেজে ২৪ বিয়ে আঠাশের যুবকের! গুণধরের কীর্তিতে হতবাক পুলিশ

অনাথ সেজে ২৪ বিয়ে আঠাশের যুবকের! গুণধরের কীর্তিতে হতবাক পুলিশ

ফারাক্কা: প্রেমের ফাঁদে জড়িয়ে একের পর এক বিয়ে৷ তার পর টাকা-পয়সা লুঠ করে চম্পট৷ এ যেন কোনও সিনেমার চিত্রনাট্য৷ হ্যাঁ, এমনই কাণ্ড ঘটিয়ে পুলিশের জালে উত্তর ২৪ পরগনার বারাসত কাজীপাড়া এলাকার বাসিন্দা আশাবুল মোল্লা৷ দুই-একজন নয়, পর পর ২৪টা বিয়ে করে ২৮-এর এই তরুণ! তাঁদের মধ্যেই এক স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পর্দা ফাঁস৷ 

আরও পড়ুন- ইডিকে যুক্ত করার নির্দেশ খারিজ, সম্পত্তি বৃদ্ধি মামলায় তৃণমূলের স্বস্তি

জানা গিয়েছে, আশাবুল রাস্তা মেরামতির কাজ করে৷ সেই সূত্রেই বিভিন্ন জায়গায় ঘুরতে হয় তাকে৷ যখন যেখানে যেত সেখানেই কোনও না কোনও তরুণীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়াত সে৷ তার পর বিয়ে করে থেকে যেত শ্বশুড় বাড়িতে৷ ভুয়ো পরিচয়পত্রও বানিয়ে নিত আশাবুল৷ সকলের কাছে নিজেকে অনাথ বলে পরিচয় দিত সে৷ বেশ কিছু দিন সংসার করার পর টাকা-পয়সা, সোনা-দানা নিয়ে চম্পট দিত সে৷

ঠিক এই ভাবেই সাগরদিঘি এলাকার দুই তরুণীকে বিয়ে করেছিল ওই যুবক। এর পর পরিকল্পনা মাফিক একদিন টাকা-পয়সা নিয়ে উধাও হয়ে যায়৷ ওই দুই তরুণীর মধ্যে একজন আশাবুলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান৷ তিনি বলেন, তাঁর অর্থ ও গয়না নিয়ে চম্পট দিয়েছে আশাবুল। মোবাইলে যোগাযোগের করার চেষ্টা করেও লাভ হয়নি। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতেই ওই তরুণের খোঁজ শুরু করে সাগরদিঘি থানার পুলিশ। তদন্তে নেমে কেঁচো খুড়তে বেরিয়ে আসে কেউটে৷ 

পুলিশ সূত্রে খবর, এ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বিহারেও এমন কীর্তি ঘটিয়েছে আশাবুল। সব মিলিয়ে মোট ২৪ জনকে বিয়ে করেছে ওই যুবক। এবং প্রত্যেককেই একইভাবে ঠকিয়েছে। অবশেষে বুধবার দত্তপুকুর থেকে এই গুণধরকে গ্রেফতার করে পুলিশ।