নয়াদিল্লি: অভিশপ্ত সেই ২৬/১১ মুম্বই হামলা৷ সন্ত্রাসের গভীর ক্ষতচিহ্ন নিয়ে কেটে গিয়েছে ১২টি বছর৷ এখনও টাটকা ২৬/১১-র দুঃস্বপ্নের সেই রাতের স্মৃতি৷ জলপথে ঢুকে পড়েছিল পাক-জঙ্গিরা৷ চালিয়ে ছিলে একের পর এক হামলা৷ প্রাণ গিয়েছিল বহু মানুষের৷ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ২৬/১১-র ঘটনা৷
আজ বৃহস্পতিবার সেই অভিশপ্ত রাতের দ্বাদশ বর্ষপূর্তি৷ আরও ওই দিনে জঙ্গিরা হামলা চালাতে পারে বলে তৈরি হয়েছে আশঙ্কা৷ সতর্ক প্রশাসন৷ গোয়েন্দারা জানতে পেরেছেন, এবার আকাশপথে জঙ্গিরা হামলা চালাতে পারে৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে রাজ্যগুলিকে৷ যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে প্রশাসন৷
সূত্রের খবর, ভারতের বুকে ফের হামলা চালাতে জোট বেধেছে এক বা একধিক জঙ্গি সংগঠন নয়৷ জঙ্গি সংগঠন লস্কর থেকে জয়েশ ও আল কায়েদার মিলে সন্ত্রাসবাদীরা হামলা চালাতে পারে বলেও খবর রয়েছে গোয়েন্দাদের কাছে৷ সূত্রের খবর, অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর প্ল্যান সাজিয়েছে পাক জঙ্গিরা। জানা যাচ্ছে, রিমোট কন্ট্রোল চালিত মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্ট, এরিয়েল মিসাইল, কিংবা ড্রোনের মাধ্যমেও চার্জ করা হতে পারে বিস্ফোরক৷ আত্মঘাতী জঙ্গিরা আঘাত হানতে পারে জঙ্গিরা৷ জঙ্গি হানার আশঙ্কায় আগাম প্রস্তুত প্রশাসন৷