TET থেকে ২৫ কোটি লাভ হবে সরকারের, তথ্য তুলে হিসাব দেখালেন শুভেন্দু

TET থেকে ২৫ কোটি লাভ হবে সরকারের, তথ্য তুলে হিসাব দেখালেন শুভেন্দু

25 crore 

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্য৷ এরই মধ্যে টেট নিয়ে বোমা ফাটালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন, “মনে হচ্ছে টেটের নামে টাকা তোলার দারুণ একটা ফন্দি খুঁজে পেয়েছে রাজ্য সরকার। পরীক্ষাটাই হবে, কাউকেই নিয়োগ করা হবে না।” টেট পরীক্ষা থেকে রাজ্যের কত লাভ সেই হিসাবও কষে দেখিয়েছেন শুভেন্দু৷ 

প্রসঙ্গত, দেড়শো টাকা থেকে এক লাফে প্রাথমিক টেটের ফর্মের দাম ৫০০ টাকা করেছে রাজ্য। তা নিয়েই রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিরোধী দলনেতা৷ তাঁর দাবি, টেট পরীক্ষার আয়োজন করে প্রায় ২৫ কোটি টাকা লাভ করবে সরকার। তবে চাকরি তো হবে না, বলেও কটাক্ষ তাঁর।

গত বুধবার ২০২৩ সালের প্রাথমিক টেটের দিনক্ষণ ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি জানান, আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টেট। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ফর্ম পূরণ। তবে এবার জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ফর্মের দাম করেছে ৫০০ টাকা। গত বছর টেটের ফর্মের দাম ছিল ১৫০ টাকা। হিসাব কষে শুভেন্দু বলেন, ‘‘২০২৩ সালের টেটের ফর্মের দাম সাধারণের জন্য ৫০০ টাকা। ওবিসিদের জন্য ৪০০ টাকা, এসসি/এসটি-দের জন্য ২৫০ টাকা। যদি ধরে নেওয়া যায় গড়ে ৪০০ টাকা করে একটি ফর্ম বিক্রি করা হবে। আর সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ, তাহলে রাজ্য সরকারের আয় হবে ২৮ কোটি টাকা। এর মধ্যে ৩ কোটি টাকা টেট আয়োজন করতে খরচ হবে। বাকি ২৫ কোটি লাভ হবে সরকারের৷ অর্থাৎ পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের কাছ থেকে ২৫ কোটি টাকা মুনাফা করবে সরকার। যদিও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নিয়োগের কোনও ইচ্ছা তাদের সরকারের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =