ওয়েনাড়ে আটকে বাংলার ২৪২ শ্রমিক, ১৫৫ জনের খোঁজ মিলেছে, বাকিরা কোথায়?

কলকাতা: ধস বিধ্বস্ত কেরলের ওয়েনাড়ে বেড়ে চলেছে মৃত্যু মিছিল। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে৷ এই পরিস্থিতির মধ্যেই ওয়েনাড়ে আটকে রয়েছেন বাংলার ২৪২ জন শ্রমিক৷ তাঁরা…

কলকাতা: ধস বিধ্বস্ত কেরলের ওয়েনাড়ে বেড়ে চলেছে মৃত্যু মিছিল। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে৷ এই পরিস্থিতির মধ্যেই ওয়েনাড়ে আটকে রয়েছেন বাংলার ২৪২ জন শ্রমিক৷ তাঁরা সেখানে কী পরিস্থিতির মধ্যে রয়েছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে বলে শুক্রবার বিধানসভায় জানান রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।

বাংলার কত জন শ্রমিক কেরলে কাজে গিয়েছেন, তা জানতে চেয়েছিলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডল। জবাবে শ্রমমন্ত্রী জানান, রাজ্যের মোট ২৪২ জন শ্রমিক ধস বিধ্বস্ত ওয়েনাড়ে আটকে রয়েছেন। তাঁদের ১৫৫ জনকে চিহ্নিত করা গিয়েছে। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন। বাকিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আটকে থাকা শ্রমিকদের অধিকাংশই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে৷