ইজরায়েলে আটকে থাকা ২১২ ভারতীয়কে নিয়ে দেশে ফিরল ‘অপারেশন অজয়ের’ প্রথম উড়ান

ইজরায়েলে আটকে থাকা ২১২ ভারতীয়কে নিয়ে দেশে ফিরল ‘অপারেশন অজয়ের’ প্রথম উড়ান

212 indian nationals

নয়াদিল্লি: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়া ২১২ জন ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরল ‘অপারেশন অজয়ে’র প্রথম চার্টার উড়ান৷ শুক্রবার সকালে ভারতীয়দের নিয়ে দেশের মাটি ছোঁয় কেন্দ্রের বিশেষ বিমান৷ উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে রয়েছে এক শিশু ও ২১১ জন প্রাপ্তবয়স্ক নাগরিক। শুক্রবার সকালে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছতেই স্বস্তির নিশ্বাস ফেললেন তাঁরা৷ 

বৃহস্পতিবার, স্থানীয় সময় রাত ১০টা নাগাদ, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ‘অপারেশন অজয়ে’র প্রথম বিমান। উদ্ধার হওয়া যাত্রীদের স্বাগত জানানোর জন্য এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। যাঁরা দেশে ফিরতে চাইছেন, তাঁদের বিমানের ভাড়া মেটাতে হবে না৷ ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের জানানো হয়েছিল, যাঁরা আগে আসবেন, তাঁরা আগে বিমানে আসন পাবেন। সেই মোতাবেক প্রথম দফায় ২১২ জনকে ইজরায়েল থেকে ফিরেয়ে আনে কেন্দ্রের বিমান৷ দেশে ফেরার জন্য এখনও অপেক্ষায় রয়েছেন বহু ভারতীয়৷

৭ অক্টোবর ইজরায়েলের উপর আক্রমণ হানে হামাস৷ এর পরেই ইজরায়েলে বাণিজ্যিক বিমান পরিষেবা বন্ধ করে দেয় এয়ার ইন্ডিয়া। ১৪ অক্টোবর বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করে সংস্থা৷ এদিকে, জেরুসালেম, তেল আভিভ-সহ ইজরায়েলের বিভিন্ন শহরে ১৮ হাজারেরও বেশি ভারতীয়ের বাস। তাঁদের কেউ তথ্য প্রযুক্তি কর্মী, কেউ আবার পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত৷ রয়েছে পড়ুয়ারাও৷ তাঁদের ইজরায়েল থেকে উদ্ধার করতেই ‘অপারেশন অজয়’ শুরু করেছে নয়াদিল্লি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 7 =